১০৬ বছর বয়সে ভোগের প্রচ্ছদে

ভোগ ফিলিপাইনের এপ্রিল সংখ্যার প্রচ্ছদ হয়ে ইতিহাস গড়েছেন আপো হোয়াং-ওড
ছবি: ভোগ ফিলিপাইনের ফেসবুক থেকে নেওয়া

বয়স একটা সংখ্যা মাত্র। মনে জোর আর সাহস থাকলে যেকোনো বয়সেই অসম্ভবকে সম্ভব করা যায়। বহুল প্রচলিত কথাটাই যেন প্রমাণ করলেন ফিলিপিনো নাগরিক আপো হোয়াং-ওড। ১০৬ বছর বয়সে ফ্যাশন ম্যাগাজিন ভোগের ফিলিপিনো সংস্করণে প্রচ্ছদ মডেল হয়ে ইতিহাস গড়েছেন তিনি। তিনিই এখন ভোগের ইতিহাসের বয়োজ্যেষ্ঠ মডেল।

মারিয়া ওগে নামে পরিচিত আপো হোয়াং-ওড পেশায় একজন উল্কিশিল্পী। ফিলিপাইনের কলিঙ্গ প্রদেশের পাহাড়ঘেঁষা গ্রাম বুসকালানে তাঁর বাস। ৯০ বছর ধরে উল্কি এঁকে চলেছেন তিনি। আপো ফিলিপাইনের প্রাচীনতম ‘মাম্বাবাটোক’ বা কলিঙ্গ ট্যাটু আর্টিস্ট।

এখনো প্রাকৃতিক উপায়ে উল্কি আঁকেন হোয়াং–অড

হোয়াং-ওডের উল্কির সঙ্গে আধুনিক যুগের উল্কি মিলিয়ে ফেললে ভুল করা হবে। আধুনিক যুগের উল্কি আঁকতে ব্যবহৃত হয় কৃত্রিম কালি, নকশা করার জন্য লাগে আধুনিক সুঁচ। এমনকি ব্যথামুক্তভাবে উল্কি আঁকার সরঞ্জামও যুক্ত হয়েছে শিল্পীদের কাছে। কিন্তু হোয়াং-ওডের হাজার বছর পুরোনো উল্কি আঁকার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। তিনি উল্কি আঁকেন ফিলিপাইনের বিখ্যাত ‘বাটোক’ পদ্ধতিতে। আদিবাসী ‘বুটবুট’ যোদ্ধারা শরীরে এ ধরনের উল্কি আঁকতেন।

১৬ বছর বয়সে বাবার কাছ থেকে উল্কি আঁকা শেখেন হোয়াং–অড

৯০ বছর আগে যখন উল্কিশিল্পে পা রেখেছিলেন তিনি, তখন আধুনিক কোনো সরঞ্জামই ছিল না। বাঁশের কঞ্চি, পামেলা গাছের কাঁটা, পানি ও কাঠ–কয়লা ছিল তার সরঞ্জাম। সেগুলো দিয়েই এখনো উল্কি এঁকে চলেছেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে বাবার কাছ থেকে উল্কি আঁকা শেখেন।

নাতি-নাতনিদেরও যত্ন করে উল্কি করা শেখাচ্ছেন হোয়াং–অড

বংশপরম্পরায় উল্কি এঁকে চলেছেন হোয়াং-ওডের পরিবার। হাজার বছরের পুরোনো এই ঐতিহ্য এত সহজে হারাতে দিতে চান না তিনি। যে কারণে নিজের নাতি-নাতনিদের যত্ন করে শেখাচ্ছেন উল্কি তৈরির কাজ। ২০১৭ সালে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াং-ওড বলেন, ‘আমার সময়ের কোনো উল্কিশিল্পী এখন আর বেঁচে নেই। আমি একমাত্র, যে এখনো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এই ঐতিহ্য হারিয়ে যাওয়ার ভয় আমার মধ্যে নেই। কারণ, আমি ইতিমধ্যে পরবর্তী প্রজন্মকে কাজ শিখিয়ে যাচ্ছি।’ তাঁর উল্কি আঁকা দেখতে ও তাঁর কাছ থেকে সরাসরি উল্কি আঁকাতে অনেকেই ভিড় করেন ফিলিপাইনে।

হোয়াং-ওড ফিলিপিনো সংস্কৃতির প্রতিনিধি

হোয়াং-ওডের নিজের শরীরই যেন একটি জীবন্ত ইতিহাস। নিজের জীবন কাহিনী, অর্জন থেকে শুরু করে হারিয়ে যাওয়া ভালোবাসা, সবকিছুই উল্কি করা আছে তাঁর শরীরে। ১০৬ বছর বয়সী শিল্পী থামতে চান না এখনই, ‘চোখের দৃষ্টি যত দিন থাকবে, তত দিন এঁকে যাব। দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে এলে আঁকা বন্ধ করে দেব।’

ভোগ ফিলিপাইনের প্রধান সম্পাদক বিয়া ভালদেনের মতে, ‘হোয়াং-ওড ফিলিপিনো সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন। আমরা বিশ্বাস করি, সৌন্দর্যের ধারণাটি বৈচিত্র্যময় হওয়া প্রয়োজন।’

হোয়াং-ওডের আগে ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পাওয়া প্রবীণতম মডেল ছিলেন ব্রিটিশ অভিনেত্রী জুডি ডেঞ্চ। ২০২০ সালে ৮৫ বছর বয়সে ভোগের প্রচ্ছদে জায়গা করে নিয়েছিলেন প্রখ্যাত এই অভিনেত্রী।