সুহানার সাজে টিপ চাই–ই চাই

টিপ বাঙালি নারীর সাজের অন্যতম অনুষঙ্গ নিঃসন্দেহে। তবে পশ্চিমা সংস্কৃতির আবহে বড় হওয়া সুহানা খানও টিপ পরতে ভালোবাসেন। সম্প্রতি ‘আর্চিস’ সিনেমা দিয়ে বলিউডে খাতা খুললেন ২৩ বছর বয়সী সুহানা। গাউনে স্বচ্ছন্দ হলেও ঐতিহ্যবাহী সাজে টিপ ছাড়া তাঁর চলে না, দেখে নেওয়া যাক ছবিতে... 

ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে লুক সম্পূর্ণ করতে টিপ তাঁর চাই–ই চাই
ছবি: ইনস্টাগ্রাম থেকে
পোশাকের সঙ্গে মিলিয়ে টিপ পরতে ভালোবাসেন সুহানা
খুব ব্যস্ত দিনেও হালকা একটা টিপে সাজে আসে বৈচিত্র্য
টিপ সাজসজ্জার এমনই একটি অনুষঙ্গ, যা ব্যবহারের জন্য প্রয়োজন হয় না কোনো উৎসব বা পার্বণের
শাড়ির সঙ্গী একটা ছোট্ট টিপ
শাড়ি আর সালোয়ার কামিজের সঙ্গে টিপ না হলে কি আর চলে? ঐতিহ্যবাহী লুকটাই থেকে যায় অসম্পূর্ণ
উৎসবে, লালগালিচায়, ভারতীয় ঐতিহ্যবাহী আয়োজনে টিপ পরেন সুহানা