টিপ বাঙালি নারীর সাজের অন্যতম অনুষঙ্গ নিঃসন্দেহে। তবে পশ্চিমা সংস্কৃতির আবহে বড় হওয়া সুহানা খানও টিপ পরতে ভালোবাসেন। সম্প্রতি ‘আর্চিস’ সিনেমা দিয়ে বলিউডে খাতা খুললেন ২৩ বছর বয়সী সুহানা। গাউনে স্বচ্ছন্দ হলেও ঐতিহ্যবাহী সাজে টিপ ছাড়া তাঁর চলে না, দেখে নেওয়া যাক ছবিতে...