বর্ষার আকাশ ঝকঝকে নীল নয়; বরং নীল-ধূসরের নানা রূপের মিশেল। মেঘও কাজল কালো। তবু যুগে যুগে নীলিমার রংকেই বর্ষার মধ্যে খুঁজে পেয়েছে মানুষ। মেঘমেদুর দিনে নীল বসনে নিজেকে সাজিয়েছে। নীল রঙের অন্য তাৎপর্যও আছে।
মেঘ-বৃষ্টির দিনে মনের আকাশেও জমতে পারে ধূসর মেঘ। ফেলে আসা দিনের ভাবনায় আচ্ছন্ন হতে পারে মন। স্মৃতিকাতর মনে জেগে উঠতে পারে কষ্টের অনুভূতি। এই কষ্টের রংও নীল। আবার এই নীল রঙের মধ্যেই আছে স্বপ্নের হাতছানি। ভালো লাগার অনুভূতির সঙ্গেও জড়িয়ে আছে আকাশের নীল রং। সব মিলিয়ে বর্ষার সঙ্গে নীলটা আমাদের মনের মধ্যে গেঁথে গেছে, এমনটাই বলছিলেন ফ্যাশন ডিজাইনার শৈবাল সাহা।
এক নীলের কত রূপ! নীলের অপূর্ব সেই রূপের কথাই বলছিলেন শৈবাল সাহা। আকাশের নীল যেমন ক্ষণে ক্ষণে বদলে যায়, তেমনি সমুদ্রের নীলেরও হয় রূপবদল। নীল অপরাজিতার ছোট্ট কলি থেকে ফুল হয়ে ওঠা অবধিও নীলের কত রূপ! এক নীলেরই এত ধরন বা শেড থেকে বর্ষার বসন হিসেবে কোনটিকে বেছে নেওয়া যায়, ভাবছেন তো? আকাশি থেকে নেভি ব্লু, ফিরোজা বা টারকয়েজ ব্লু—যা চায় মন।
ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার বললেন, নীলের যেকোনো ধরনই বর্ষায় মানানসই। জলের কাছাকাছি জায়গায় নীলচে শেডের টাই-ডাই বা বাটিকের পোশাক দেখায় চমৎকার। বর্ষার উপযোগী মিশ্র তন্তুর পোশাকে নানা মাধ্যমেই ফুটে উঠতে পারে নীল রং। ফ্যাশন হাউস খুঁতের ডিজাইনার উর্মিলা শুক্লা বলছিলেন, মেঘলা আবহাওয়ায় উজ্জ্বল নানা রংই চমৎকারভাবে ফুটে ওঠে। তাই নীল তো বটেই, বেগুনি, সবুজ বা প্রকৃতির অন্য কোনো উজ্জ্বল রংও এ সময় দেখায় দারুণ।
ফ্যাশন ডিজাইনার আফসানা ফেরদৌসী বলছিলেন, ‘ছোটবেলা থেকেই ছবি আঁকার সময় পানির রং বোঝাতে নীল রংটাকেই বেছে নিই আমরা। বৃষ্টি মানেই তো জল। তাই ধরে নেওয়া হয়, বর্ষা মানেই নীল। বৈশ্বিক ফ্যাশনেও বর্ষাকালে নীলের নানা সমন্বয় দেখা যায়।’ শাড়ি, টপ, কুর্তা, স্কার্ট, লম্বা ড্রেস—যেটিই পরা হোক না কেন, নানাভাবেই আপনার পোশাকে ফুটে উঠতে পারে বর্ষা। পোশাকের নীলের সঙ্গে যোগ হতে পারে সাদা কিংবা সাদার মধ্যেই থাকতে পারে নীলের পরশ। হ্যান্ডপেইন্টে, এমব্রয়ডারিতে হতে পারে বর্ষার চিত্রায়ণ। জলের ফোঁটা, বর্ষার পঙ্ক্তিমালা, মেঘ, ঝোড়ো বাতাসে কম্পমান গাছ—নীল রঙের সঙ্গে বর্ষার শৈল্পিক উপস্থাপনে নানা উপাদান সংযুক্ত করার কথা বলছিলেন এই ডিজাইনার।
পোশাক বাছাইয়ের ক্ষেত্রে আরামের দিকটাও খেয়াল রাখা জরুরি। সে কথাই বলছিলেন ফ্যাশন হাউস খুঁতের ডিজাইনার উর্মিলা শুক্লা। পোশাকের উপকরণ হিসেবে কারও পছন্দ সুতি কাপড়, কিন্তু ভিজলে সহজে শুকিয়ে যায় বলে কারও আবার সিল্ক, হাফসিল্ক, এন্ডি সিল্ক বা জর্জেট কাপড় পছন্দ। টাই-ডাই, ব্লক প্রিন্ট বা স্ক্রিন প্রিন্ট ব্যবহার করে পোশাকের নকশায় আনা যায় প্রকৃতির ছোঁয়া।