বাংলাদেশের পটুয়াখালীর প্রান্তিক অঞ্চল কাটাখালী গ্রামে আর আগের মতো নারকেল হয় না। মাটিতে লবণাক্ততা বেড়ে ফসলের ক্ষতি হচ্ছে। কয়লাচালিত বৈদ্যুতিক প্ল্যান্টের কারণে মাটি, পানি, বাতাস—সবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এসব অঞ্চলের নারীর জীবন। জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতি আর নারী যে ভীষণ ঝুঁকির মধ্যে পড়েছে, তা শাড়ির ভেতর ফুটিয়ে তোলেন বাংলাদেশি–মার্কিন পরিবেশকর্মী ও শিল্পী মনিকা জাহান বোস।
শনিবার বিকেলে গুলশান–তেজগাঁও লিংক রোডে আলোকির নেইবারহুড আর্ট স্পেসে গিয়ে দেখি, গ্যালারিতে ঝুলছে ২২টি শাড়ি। সেসব শাড়ির ওপর ধান, মাছ, গাছ, নদী আর নারীর ছবি, কথা লেখা। এগুলোর প্রথমে ট্রেসিং পেপারে লিখে, এঁকে সেখান থেকে আম কাঠ দিয়ে ব্লক বানানো হয়। এরপর ব্লকে রং মাখিয়ে শাড়িতে ছাপা হয় সেগুলো। এই শাড়িগুলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইমার্জ আর্ট ফেয়ার, নিউইয়র্কের ব্রুকলিন মিউজিয়াম ও ডাম্বো আর্টস ফেস্টিভ্যাল, নিউজার্সির গেটওয়ে আর্ট সেন্টার এবং মায়ামি সমুদ্রপাড়, প্যারিস ঘুরে এসেছে। কয়েকটি শাড়ি যুক্তরাষ্ট্র আর ফ্রান্সেও তৈরি হয়েছে।
কাটাখালী এলাকার যে নারীদের হাতে মূলত এই শাড়িগুলো তৈরি হয়েছে, তাঁদেরও বেশ কয়েকজন সন্তানদের হাত ধরে ততক্ষণে চলে এসেছেন গ্যালারিতে। তাঁদের অনেকেই এই প্রথম পা রাখলেন ঢাকা শহরে। সেসব শাড়ি পরে তাঁরা গাইলেন গীত। এই নারীদের সঙ্গে নিয়ে ছিল মনিকা বোসের পরিবেশনা।
প্রাকৃতিক দুর্যোগে ও নানা বিপর্যয়ের ভেতর কীভাবে নারীরা একে অন্যের শক্তি হয়ে পাশে থাকেন, সেটিই তুলে ধরা হয়েছে। বাংলাদেশে এটি মনিকার পঞ্চম প্রদর্শনী। এর আগে শাহবাগে ২১৬ ফুট দৈর্ঘ্যের শাড়িতে জলবায়ু পরিবর্তনে নারীর ওপর প্রভাব নিয়ে প্রদর্শনী করে সাড়া ফেলেছিলেন।
মনিকা বোসের নানিবাড়ি পটুয়াখালীর কাটাখালী গ্রামে। একবার সাইক্লোন মনিকার নানিকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল আরেক দ্বীপে। পরে তাঁকে জীবিত উদ্ধার করা হয়। মনিকার মতে, প্রত্যেক নারীর ভেতরেই এই প্রাণশক্তি রয়েছে। মনিকার দুটি শাড়ি (শিল্পকর্ম) আর ব্লক কিনে নিয়েছে স্মিথসোনিয়ান অ্যানাকোস্টিয়া কমিউনিটি মিউজিয়াম। সেখানে প্রদর্শনীর জন্য রাখা হবে।
১০ বছর বয়সে মনিকা ভাষা আন্দোলনের সৈনিক বাবা স্বদেশ বোস ও মা নূরজাহান বোসের হাত ধরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। আইন নিয়ে পড়াশোনা শেষে পরিবেশ আইনজীবী হিসেবে কাজ করেছেন এক দশক। চিত্রশিল্পী হিসেবেও নাম কুড়ান তিনি। এখন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি বিশ্ববিদ্যালয়ে আর্ট নিয়ে পড়ান, ছবি আঁকেন, ‘শাড়ির ভেতর জীবনগাথা’ শিরোনামে প্রদর্শনী করেন বিশ্বের বিভিন্ন প্রান্তে।