সালমান খান থেকে এম এস ধোনি—নেচেছেন সবাই, দেখুন ছবিতে

বাজতে শুরু করেছে বিয়ের বাজনা। এ সময়ের অন্যতম জমকালো, খরুচে বিয়ে হতে চলেছে আগামী শুক্রবার। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। ৫ জুলাই শুক্রবার রাতে সংগীত অনুষ্ঠানে যে বলিউডের ‘অ্যাকশন কাট’ আর ক্রিকেটের ২২ গজের দূরত্ব ঘুচে সবাই নাচবেন, তা যেন অনুমিতই ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সালমান খান, এম এস ধোনি, হার্দিক পান্ডিয়া আর রণবীর সিংয়ের নাচ। আম্বানি বাড়ির পুরুষ আর নারীরাও পাল্লা দিয়ে নেচেছেন সারা আলী খান, অনন্যা পান্ডেদের সঙ্গে। আম্বানিদের সংগীত অনুষ্ঠানে ঝলমলে পোশাকে দেখা দেন বলিউডের রথী-মহারথীরা। জাহ্নবী, খুশি কাপুর নিয়ে গেছেন প্রেমিককে। আবার কিয়ারা আদভানি, মীরা রাজপুত, জেনেলিয়া ডি সুজা, মাধুরী দীক্ষিতরা গিয়েছেন জীবনসঙ্গীর হাত ধরে। এদিকে ভিকি কৌশল, বরুণ ধাওয়ানকে দেখা গেছে ‘সিঙ্গেল’। ছবিতে দেখে নেওয়া যাক তারাদের।

সেপ্টেম্বরে নতুন অতিথিকে স্বাগত জানাতে চলেছেন দীপিকা-রণবীর দম্পতি। দীপিকাকে অনুষ্ঠানে দেখা গেল বেগুনি রঙের একটি জমকালো শাড়িতে। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘শুক্রবার রাতে বাবু পার্টি করতে চাচ্ছিল। তাই...’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
মুহূর্তেই ভাইরাল দীপিকার ছবি। দীপিকার ঐতিহ্যবাহী ভারতীয় ফ্যাশনও কুড়িয়েছে বিপুল প্রশংসা
ভক্তরা বলছে, খানিকটা ওজন বেড়েছে সালমানের
আলিয়া ভাটও কালো রঙের জমকালো শাড়ি পরেছিলেন
জাহ্নবী কাপুর (ডানে) ও খুশি কাপুর হাজির হয়েছেন প্রেমিক শিখর পাহারিয়া ও ভেদাং রাইনাকে (বায়ে) নিয়ে
জাহ্নবী কাপুর ‘পিকক’ থিমের আরেকটি মারমেইড লেহেঙ্গায়ও দেখা দেন
জাহ্নবীর এই লেহেঙ্গা কুড়িয়েছে ফ্যাশনপ্রেমীদের বাহবা
হটপিঙ্ক চুমকির শাড়িতে খুশি কাপুর
মনীশ মালহোত্রার ডিজাইনে চকচকে রুপালি গাউনে ফ্যাশনিস্তাদের হাততালি কুড়িয়েছেন শানায়া কাপুর
কিয়ারা আদভানি দেখা দেন সারা শরীরে মুক্তা আর পাথর বসানো একটি গাউন শাড়িতে
একরঙা কালো শর্ট কুর্তা আর পায়জামার ওপর কালো কাপড়ে সাদা সুতায় অ্যামব্রয়েডারির কোটি পরেছেন সিদ্ধার্থ
কম–বেশি সব তারকারাই দেখা দিয়েছেন দুটো লুকে। কালো স্ট্রাইপের শাড়িতে জেনেলিয়া ডি সুজা
আরেকটি লুকে জেনেলিয়ার পরনে ছিল বটল গ্রিন রঙের জমকালো ঐতিহ্যবাহী পোশাক
জীবনসঙ্গী, ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে আথিয়া শেঠি
এম এস ধোনি ও সাক্ষী ধোনিও হাজির হয়েছেন জুটি বেঁধে
সারা আলী খান, অনন্যা পান্ডেসহ আরও অনেকেই নেচেছেন ‘কাভি খুশি কাভি গম’ সিনেমার ‘ইয়ে লাড়কি হায় আল্লাহ’ ও ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার ‘সাজান কি ঘার আয়ি’ গানে। সারার পরনে ছিল সোনালি গাউন শাড়ি
অনন্যা পান্ডে দেখা দেন মনীশ মালহোত্রার নকশা করা জমকালো একটি সোনালি শাড়িতে
অমিতাভ বচ্চনের নাতনি নব্য নন্দাকে দেখা গেল আবু জানি দীপক খোসলার নকশা করা একটি ছড়ানো ট্রেনের ওয়াইনরঙা মখমলের গাউনে
মানুষি ছিল্লার পরেছিলেন সিলভাররঙা জমকালো টপ আর লম্বা পেনসিল স্কার্ট
রুপালি রঙের লেহেঙ্গা পরেছেন কারিশমা তান্না। নজর কেড়েছে ছড়ানো নেটের কেপ
শহীদ কাপুর ও মীরা রাজপুত দম্পতি দেখা দিয়েছেন ভারতীয় ফ্যাশনে
বাড়ির ড্রয়িংরুমে আগেই একদফা ফটোশুট সেরেছেন মীরা
দিশা পাটানি আর মৌনি রায় নাকি ভালো বান্ধবী
বাদ যাননি আমিশা পাটেলও
শেহনাজ গিল দেখা দিয়েছেন হাউস অব মাসাবার সোনালি শাড়িতে
সোনালি নেটের শাড়ি আর পাথরের গয়নায় মাধুর্য ছড়ান মাধুরী