বাজতে শুরু করেছে বিয়ের বাজনা। এ সময়ের অন্যতম জমকালো, খরুচে বিয়ে হতে চলেছে আগামী শুক্রবার। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। ৫ জুলাই শুক্রবার রাতে সংগীত অনুষ্ঠানে যে বলিউডের ‘অ্যাকশন কাট’ আর ক্রিকেটের ২২ গজের দূরত্ব ঘুচে সবাই নাচবেন, তা যেন অনুমিতই ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সালমান খান, এম এস ধোনি, হার্দিক পান্ডিয়া আর রণবীর সিংয়ের নাচ। আম্বানি বাড়ির পুরুষ আর নারীরাও পাল্লা দিয়ে নেচেছেন সারা আলী খান, অনন্যা পান্ডেদের সঙ্গে। আম্বানিদের সংগীত অনুষ্ঠানে ঝলমলে পোশাকে দেখা দেন বলিউডের রথী-মহারথীরা। জাহ্নবী, খুশি কাপুর নিয়ে গেছেন প্রেমিককে। আবার কিয়ারা আদভানি, মীরা রাজপুত, জেনেলিয়া ডি সুজা, মাধুরী দীক্ষিতরা গিয়েছেন জীবনসঙ্গীর হাত ধরে। এদিকে ভিকি কৌশল, বরুণ ধাওয়ানকে দেখা গেছে ‘সিঙ্গেল’। ছবিতে দেখে নেওয়া যাক তারাদের।