সোনার গয়না ছাড়াই তাঁরা কনে সেজেছিলেন

দেশের বাজারে আরেকদফা বাড়ল সোনার দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে এখন ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা। এ সময় যাঁরা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন বা যাঁদের বাড়িতে চলছে বিয়ের আয়োজন, তাঁরা নিশ্চয়ই বেশ চিন্তায় পড়ে গেছেন। আভিজাত্যের প্রতীক সোনার গয়না। তবে এই সোনার গয়না না পরেও কিন্তু অভিজাত সাজে সেজে উঠতে পারেন কনেরা। প্রথম আলোর ক্রোড়পত্র ‘নকশা’ ও ম্যাগাজিন ‘বর্ণিল বিয়ে’র প্রচ্ছদে এমনি গয়না পরে দেশের অনেক বড় তারকাই সেজেছেন বউ

লাল জামদানিতে কনে সাজে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরেছেন ধাতবের ওপর সোনার প্রলেপ দেওয়া মিনাকারি গয়না। তিন লহরের হার আর মিনাকারি গয়নার অভিজাত কনে মেহজাবীন।
ছবি : কবির হোসেন
কনে সাজে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনিও এখানে কোনো স্বর্ণের গয়না পরেননি। ধাতব এসব গয়না কিন্তু স্বর্ণের গয়নার মতোই জমকালো।
অভিনেত্রী শবনম ফারিয়া বউ সেজে এসেছিলেন ‘বর্ণিল বিয়ে’র প্রচ্ছদে। পরেছিলেন রুপা আর মেটালের সংমিশ্রণে তৈরি বিয়ের গয়না।
কনে সাজে মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া। ডেস্টিনেশন ওয়েডিংয়ের কনে সাজে পিয়া পরেছেন শোলার সঙ্গে রুপার মিশ্রণের গয়না।
জমকালো কনে সাজে অভিনেত্রী তানজিন তিশা। কে বলবে যে গয়নাগুলো সোনার নয়?
ছিমছাম গয়নায় জমকালো কনে সেজেছিলেন নাজিফা তুষি।