বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘হ্যালো’র ভারতীয় সংস্করণের এপ্রিল সংখ্যাটি বিশেষ। এখানে ২০২৪ সালে ভারতের সেরা সুন্দর (ইন্ডিয়াস মোস্ট বিউটিফুল) মানুষদের একজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সোবিয়া আমিন। এ তালিকায় স্থান পেয়েছেন মাত্র ২৮ জন। আর তাঁদেরই একজন বাংলাদেশের মডেল, ইনফ্লুয়েন্সার, স্থপতি সোবিয়া। এ তালিকায় আরও আছেন আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর খান, হৃতিক রোশনদের মতন বলিউডের প্রথম শ্রেণির তারকারা। আছেন ধনকুবের নীতা আম্বানি ও রাধিকা মার্চেন্ট। বাদ যাননি ভারতের জাতীয় দলের তরুণ ওপেনিং ব্যাটসম্যান শুবমান গিল বা জয়পুরের রাজকুমারী গৌরবী কুমারী। সম্মানজনক এই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন ভারতের মডেলিং ইন্ডাস্ট্রির ‘ভেতরের মানুষ’ সোবিয়া।
ভারতীয় মডেলিং ইন্ডাস্ট্রিতে অল্প সময়ে শক্তপোক্ত জায়গা করে নিয়েছেন সোবিয়া। বিশ্বখ্যাত ‘ভোগ’ সাময়িকীর ইতালীয় আর ভারতীয় সংস্করণে আগেই তাঁকে নিয়ে ফিচার হয়েছে। একাধিক বলিউড তারকাকে হটিয়ে দেখা দিয়েছেন ‘হারপারস ম্যাগাজিন’-এর (ভারতীয় সংস্করণ) প্রচ্ছদে। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় তাঁর ব্র্যান্ড থেকে সম্প্রতি লিপস্টিক বের করলেন। সেটা আন্তর্জাতিকভাবে বাজারজাত করবে মার্কিন লাক্সারি বিউটি ব্র্যান্ড এস্টি লডার। আর এই ব্র্যান্ডেরই শুভেচ্ছাদূত হিসেবে সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন সোবিয়া। সর্বশেষ ‘হ্যালো’ ম্যাগাজিন তাঁকে এই মুহূর্তে ভারতের সেরা সুন্দর মানুষদের সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করে।
বুধবার হোয়্যাটসঅ্যাপ কলে সোবিয়া প্রথম আলোকে বলেন, ‘“হ্যালো” আমার সঙ্গে যোগাযোগ করে গত মার্চ মাসে। আমার কাছ থেকে নানা ধরনের বিউটি টিপস নেয়। আমি ভেবেছি, হয়তো গরমে আমি কীভাবে নিজের ত্বক, চুলের যত্ন নিই, এই বিষয়ে কোনো একটি আর্টিকেল যাবে। মার্চের শেষের দিকে ওরা আমাকে তালিকাটা পাঠায়। দেখে তো আমি তাজ্জব হয়ে গিয়েছি। ঘুণাক্ষরেও ভাবিনি যে এমন কিছু হবে।’
কয়েক বছর ধরে ভারতে প্রথম সারির মডেল হিসেবে কাজ করছেন সোবিয়া। তাই তালিকার অনেকেই তাঁর পরিচিত, বন্ধু। বললেন, ‘এই তালিকায় স্থান পাওয়া ক্যাটরিনা কাইফ আর মাসাবা গুপ্তর ব্র্যান্ডের সঙ্গে আমি কাজ করেছি। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের হয়েও কাজ করা হয়েছে। এ ছাড়া অবন্তী, সাক্ষী, সুশান্ত—এরা আমার বন্ধু মানুষ। ভালোই লাগছে। কিন্তু আমি যে এই তালিকায় আসব, এ বিষয়ে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না।’
তালিকায় স্থান পাওয়া তারকা হলেন (হ্যালো ইন্ডিয়ার তালিকা অনুসারে): আলিয়া ভাট, অবন্তী নাগরাথ, অনন্যা পান্ডে, গৌরবী কুমারী, দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন, কারিনা কাপুর খান, লক্ষ্মী মেনন, কিয়ারা আদভানি, ক্যাটনিরা কাইফ, মাসাবা গুপ্তা, মীরা কুলকার্নি, মীরা রাজপুত কাপুর, নাতাশা পুনাওয়ালা, নয়নতারা, নীতা আম্বানি, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, রাধিকা মার্চেন্ট, রেখা, সাক্ষী সিন্ধওয়ানি, শুবমান গিল, সিদ্ধার্থ মালহোত্রা, সোবিয়া আমিন, সবিতা ধুলিপালা, সুশান্ত দিভগিকর, তানিয়া শ্রফ, তৃপ্তি দিমরি ও জিনাত আমান।