ধার করা গাউন আর ডায়ানার গয়নায় কেট  

কেট যেন এক সবুজ রানি!

আট বছর পর আবার যুক্তরাষ্ট্রে পা রাখলেন প্রিন্স উইলিয়াম আর কেট মিডলটন। আর বরাবরের মতোই এই জুটি রাজকীয় ভ্রমণে বের হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে কেটের পোশাক আর ফ্যাশন নিয়ে চুলচেরা বিশ্লেষণ। সম্প্রতি বোস্টনে ‘আর্থশট প্রাইজ’ অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছিলেন প্রিন্সেস ডায়ানার আইকনিক এক জুয়েলারি পরে। আর সব ছাপিয়ে এই মুহূর্তে ফ্যাশন বিশ্বে সেটি নিয়েই চলছে তুমুল আলোচনা।  

এক চোকারে তিন রাজকীয় ব্যক্তিত্ব

উজ্জ্বল সবুজ গাউনে দেখা দিলেন ৪০ বছর বয়সী প্রিন্সেস অব ওয়েলস। যে মুহূর্তে প্রিন্স উইলিয়ামের হাত ধরে এমজিএম মিউজিক হলে প্রবেশ করেছেন কেট, চিৎকার করে হাততালি দিয়ে তাঁদের স্বাগত জানিয়েছেন পুরো হলের লোকজন। কাঁধখোলা লম্বা হাতার গাউনটি কেট নিয়েছেন ব্রিটিশ অনলাইন রেন্টাল প্ল্যাটফর্ম হুর থেকে।

পোশাকটি ধার করার জন্য কেটকে গুনতে হয়েছে ৫৩ হাজার টাকা

পোশাকটি ধার করার জন্য তাঁকে গুনতে হয়েছে ৫২৫ ডলার বা ৫৩ হাজার টাকা। পোশাকটি ১০ বছরের পুরোনো আলেক্সান্ডার ম্যাককুইন গাউন। দাম ২৪ লাখ টাকা। আগেও কয়েকবার গাউনটি ধার করে পরেছেন কয়েকজন। পোশাকটির নাম ‘সাবিনা ড্রেস’। তবে কবে, কীভাবে, কেন এই নামকরণ হলো জানা যায়নি।

কেট যেন এক সবুজ রানি!

 ড্রেস ছাপিয়ে কেট মিডলটনের গলার আর কানের হিরের দুলই রয়েছে আলোচনায়। কেট মিডলটন যে নেকলেসটি পরেছিলেন, সেটি ছিল কুইন মেরির। কুইন মেরি ১৯১১ সালে যেবার ভারত সফরে এসেছিলেন, তখন দিল্লির দরবারে তাঁকে এই হিরের নেকলেস উপহার দেওয়া হয়েছিল। সেখান থেকে রানি দ্বিতীয় এলিজাবেথ। সেখান থেকে উত্তরাধিকার সূত্রে নেকলেসটি পান প্রিন্সেস ডায়ানা। এরপর বড় পুত্রবধূ হিসেবে কেট মিডলটন।

১৯৮৫ সালের একটি পার্টিতেও নেকলেসটি ‘হেয়ারব্যান্ড’ হিসেবেও পরেছিলেন ডায়ানা

চোকার-নেকলেসটি ছিল প্রিন্সেস ডায়ানার খুবই প্রিয়। বহুবার তাঁকে এই নেকলেসে দেখা গেছে। ১৯৮৫ সালের একটি পার্টিতেও নেকলেসটি ‘হেয়ারব্যান্ড’ হিসেবেও পরেছিলেন ডায়ানা। কেট মিডলটনের আগে ১৯৯৩ সালে সর্বশেষ এই চোকারটি দেখা যায়। সেবার মালয়েশিয়া ভ্রমণে এই চোকারটি পরেছিলেন ডায়ানা। এর পরপরই প্রিন্স চার্লস আর রাজপরিবারের সঙ্গে ডায়ানার সম্পর্ক খারাপ হতে থাকে।

১৯৯২ সালের ডিসেম্বর থেকেই ডায়ানা আর প্রিন্স চার্লস আলাদা হয়ে যান, যদিও আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে আরও তিন বছর পর

ডায়ানা রাজপরিবার থেকে বেরিয়ে গিয়ে আলাদাও থাকছিলেন। কেবল রাজকীয় আচার-অনুষ্ঠানে, কাগজে-কলমে রাজপরিবারের সদস্য হিসেবে অংশ নিচ্ছিলেন।
প্রিন্সেস ডায়ানার সঙ্গে বিচ্ছেদ আর এর মাত্র বছরখানেকের ভেতর ডায়ানার বিতর্কিত মৃত্যুর পর রাজপরিবার প্রচণ্ড চাপের মুখে পড়ে।

কেট যেন প্রিন্সেস ডায়ানার লুকটাকেই পুনরুজ্জীবিত করলেন

বিতর্ক এড়াতে রাজপরিবার পরবর্তী কয়েক বছর ডায়ানা বিষয়ে প্রায় নীরব ভূমিকা পালন করে। তাই দীর্ঘ সময় ডায়ানার পোশাক, অলংকার, দাতব্য কাজ—এগুলো রাজপরিবারের পক্ষ থেকে বিশেষ প্রকাশ্যে আসেনি। কেটই বিয়ের পর ডায়ানার ফ্যাশন নতুন করে সামনে আনেন। একের পর এক ডায়ানা যেসব ব্র্যান্ডের পোশাক পরতেন, যেসব ডিজাইনার ডায়ানার পোশাকের নকশা করতেন, তাঁদের পুনরায় রাজপরিবারের সঙ্গে যুক্ত করেন। ডায়ানার বেশ কয়েকটি লুক পুনরুজ্জীবিতও করেছেন কেট। সেই ধারাবাহিকতায় এবার সবুজ গাউনের সঙ্গে পরলেন সবুজ গয়না।   

দীর্ঘ সময় ডায়ানার পোশাক, অলংকার, দাতব্য কাজ—এগুলো রাজপরিবারের পক্ষ থেকে বিশেষ প্রকাশ্যে আসেনি

অন্যদিকে প্রিন্স অব ওয়েলসের পরনে ছিল একটা ভেলভেটের টাক্সিডো-জ্যাকেট আর কালো ট্রাউজার। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহাম, হলিউড তারকা রামি মালেক, সংগীততারকা বিলি আইলিশ, স্কটিশ সংগীততারকা অ্যানি লিনক্সসহ আরও অনেকে। এই রাজকীয় দম্পতি ‘আর্থশট প্রাইজ’ বিজয়ীদের হাতে তুলে দেন ১ মিলিয়ন ডলার বা ১০ কোটি ২৪ লাখ টাকার চেক। বিজয়ীরা পরিবেশ রক্ষা, বাতাস পরিষ্কার, প্রকৃতি রক্ষা, সমুদ্র পরিষ্কার ও বর্জ্য নিষ্কাশন নিয়ে গত এক বছরে বিভিন্ন সমাধান বের করেছেন।

রামি মালেক কথা বলছেন রাজকীয় এই দম্পতির সঙ্গে