ভারতের মুম্বাইয়ে জয়া আহসান জামদানি শাড়িতেই উদ্যাপন করছেন তাঁর প্রথম বলিউড সিনেমা ‘কড়ক সিং’। এই সিনেমায় জয়া পর্দা ভাগ করেছেন পঙ্কজ ত্রিপাঠি ও পার্বতীর মতো গুণী অভিনয়শিল্পীর সঙ্গে। সিনেমাতেও জয়াকে বেশি দেখা গেছে শাড়িতে। অন্যদিকে এই সিনেমার প্রচারণায় জয়া একের পর এক ঢাকাই জামদানিতে দেখা দিয়েছেন। সেসব ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বলিউড সিনেমায় অভিষেকের পর সম্পর্ক, নিজের কাজ, প্রিয়-অপ্রিয় নিয়ে কী বললেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই গুণী অভিনেত্রী।