৬ মে নিউইয়র্কের মিউজিয়াম অব আর্টস প্রাঙ্গণে হয়ে গেল কস্টিউম ইনস্টিটিউটের বার্ষিক ফ্যাশন প্রদর্শনী। মেট গালা নামেই অনুষ্ঠানটি পরিচিত বেশি। ইন্টারনেটেও চলছে ছবি পোস্ট করার প্রতিযোগিতা। কল্পবিজ্ঞান লেখক জে জি বেলার্ডের ‘দ্য গার্ডেন অব টাইম’ গল্প অবলম্বনে এবারের পোশাকের কোড থিম নির্বাচন করা হয়েছিল। সেই অনুযায়ী লালের বদলে সবুজ গালিচায় বিভিন্ন ব্র্যান্ডের পোশাকে হেঁটেছেন তারকারা। ২০২৪ সালের বিষয় ‘স্লিপিং বিউটি: রিঅ্যাওয়েকেনিং ফ্যাশন’। চলুন দেখে নেওয়া যাক তারকাদের কিছু সাজপোশাক।