কেমন গেল তারকাদের মেট গালা

৬ মে নিউইয়র্কের মিউজিয়াম অব আর্টস প্রাঙ্গণে হয়ে গেল কস্টিউম ইনস্টিটিউটের বার্ষিক ফ্যাশন প্রদর্শনী। মেট গালা নামেই অনুষ্ঠানটি পরিচিত বেশি। ইন্টারনেটেও চলছে ছবি পোস্ট করার প্রতিযোগিতা। কল্পবিজ্ঞান লেখক জে জি বেলার্ডের ‘দ্য গার্ডেন অব টাইম’ গল্প অবলম্বনে এবারের পোশাকের কোড থিম নির্বাচন করা হয়েছিল। সেই অনুযায়ী লালের বদলে সবুজ গালিচায় বিভিন্ন ব্র্যান্ডের পোশাকে হেঁটেছেন তারকারা। ২০২৪ সালের বিষয় ‘স্লিপিং বিউটি: রিঅ্যাওয়েকেনিং ফ্যাশন’। চলুন দেখে নেওয়া যাক তারকাদের কিছু সাজপোশাক।

যুক্তরাজ্যের অভিনেত্রী গুয়েনডোলিন ক্রিস্টি এমন চুলের সাজেই এসেছিলেন
ছবি: রয়টার্স
বেনিটো আন্তোনিও মার্টিনেজ ওকাসিও পেশাগতভাবে পরিচিত ব্যাড বানি নামে। পুয়ের্তো রিকোর এই র‌্যাপার, গায়ক এবং রেকর্ড প্রযোজক এসেছিলেন ম্যাসন মার্জিয়েলা ব্র্যান্ডের পোশাকে। হাতে ছিল কালো রঙের ফুল
সুইডেনের অভিনেত্রী রেবেকা ফার্গুসন পরে এসেছিলেন টম ব্রাউনের গাউন
অভিনেত্রী, কৌতুক অভিনেতা, চিত্রনাট্যকার এবং প্রযোজক মিন্ডি ক্যায়লিংয়ের এ গাউন বানিয়েছেন গৌরভ গুপ্তা
দক্ষিণ কোরিয়ার ব্যান্ড স্ট্রে কিডসের ব্যাং চান, হান, ফেলিক্স, হিউনজিন, সুংমিং, লি নো এবং চাংবিন মেট গালায় নজড় কেড়েছে তাঁদের উপস্থিতির কারণে
নাইজেরিয়ান–আমেরিকান মডেল উইজডমকে মাথা থেকে পা পর্যন্ত ছিলেন লাল রঙের সাজে
অভিনেত্রী এবং সংগীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডে এবং সিনথিয়া এরিভো এসেছিলেন গাউন পরে
সোয়ারোভস্কি ব্র্যান্ডের পোশাকে মডেল আনোক ইয়াই