এই গরমে স্বস্তি দেবে যে রঙের পোশাক

কাজের প্রয়োজনে এই গরমে যাঁদের বাইরে বের হতে হচ্ছে, তাঁদের অবস্থাটা সহজেই অনুমেয়। গরমের এই কয়েকটা দিন তাই ভারী কাপড়ের পোশাক না পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ ডিজাইনাররা।

দ্রুত ঘাম শুষে নেয়, এ কারণে গরমে সুতি কাপড়ের কোনো বিকল্প নেই। মডেল : হৃদি।
ছবি : কবির হোসেন

এ সময়ে সুতির নরম কাপড়ের পোশাকের কোনো বিকল্প নেই বলে জানান দেশালের ডিজাইনার ইসরাত জাহান। সুতির নরম কাপড় খুব দ্রুতই ঘাম শুষে নেয়।

হালকা রঙের পোশাক গরমে স্বস্তি দেবে । মডেল : দীপা

শুধু উপাদানই নয়, গরমে পোশাকের রং নির্বাচনের সময়ও সচেতন হতে হবে। হালকা রং বেছে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। চড়া ও গাঢ় রঙের তাপশোষণ ক্ষমতা বেশি। এ ছাড়া গরমে এ ধরনের রঙের পোশাক চোখেও লাগে। সাদা রঙের তাপশোষণ ক্ষমতা কম। তাই গরমে এই রঙের পোশাকের সংগ্রহ ওয়ার্ডরোবে থাকা ভালো। সাদার পাশাপাশি যেকোনো হালকা রঙের পোশাকও গরমে স্বস্তি দেবে। পিচ কালার, হালকা টিয়া সবুজ বা মিষ্টি গোলাপির মতো রঙেও মিলবে আরাম।

খুব জমকালো কাজ এড়িয়ে হালকা নকশার পোশাক বেছে নিতে পারেন। মডেল : প্রিয়তি

তবে অনেকে আছেন যাঁরা উজ্জ্বল রঙের পোশাক পরতে ভালোবাসেন, এড়িয়ে যান হালকা রং। তাঁদের জন্য ইসরাত জাহানের পরামর্শ, পোশাকের মূল রং (বেজ কালার) হালকা রেখে এর ওপর উজ্জ্বল কাজের মোটিফ বেছে নিতে পারেন। এই যেমন সাদা টপ বেছে নিলেন, সেই টপসের মাঝ বরাবর থাকতে পারে হাতে আঁকা নকশা। আবার নকশিকাঁথার কাজও থাকতে পারে। পোশাকে খুব বেশি জমকালো কাজ এ সময়ে এড়িয়ে যাওয়াই ভালো। এই যেমন চুমকি, কাচ বা লেসের কাজ। পোশাকজুড়ে থাকা কাজও এই আবহাওয়ায় বেমানান। এ ধরনের জমকালো পোশাক নিজের জন্য যেমন কষ্টদায়ক, অন্যের চোখের জন্যও অস্বস্তিকর।