নীলার মাথায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট

এমন একটা দেশের নাম বলো, যেখানে মানুষ নেই। চটপট উত্তর ‘সন্দেশ’। প্রতিযোগী, বিচারক আর উপস্থিত সবাই হেসেই লুটিয়ে পড়লেন। একজন প্রতিযোগীকে জিজ্ঞাসা করা হয়েছে, কেমন লাগছে? উত্তর এল, ‘ঠান্ডা লাগছে একটু (এই পোশাকে)’। প্রতিযোগীর সততায় মুগ্ধ এক বিচারক!
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মানা বে ওয়াটার পার্কে বসেছিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চূড়ান্ত আসর। আলো–ঝলমলে সেই রাতে শাম্মি ইসলাম নীলার মাথায় উঠল মুকুট। তিনিই ভারতে অনুষ্ঠেয় ৭১তম মিস ওয়ার্ল্ডের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রথম রানারআপ হয়েছেন আকলিমা আতিকা কণিকা ও দ্বিতীয় রানারআপ শাকিরা তামান্না। একনজরে জেনে নেওয়া যাক, কে এই নীলা।

শাম্মি ইসলাম নীলা পড়াশোনা করছেন রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে
শেষ হাসি যে নীলাই হাসবেন, তা যেন অনেকেই অনুমান করেছেন। কেননা, বাংলাদেশের ফ্যাশন আর বিউটির দুনিয়ায় তাঁর পদচারণ শুরু হয়েছে আরও কয়েক বছর আগে
ফ্যাশন আর বিউটি নিয়ে কয়েকটা বাংলাদেশি ব্র্যান্ডের হয়ে নিয়মিত কাজ করছেন নীলা। এগুলোর ভেতর উল্লেখযোগ্য এক্সক্লুসিয়া, ক্ল্যাসিক ফ্যাশন, সিনিকেয়ার বাংলাদেশ
ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটক—তিন সামাজিক যোগাযোগমাধ্যমেই জনপ্রিয় নীলা। বিশেষ করে টিকটকে তাঁর কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। ফেসবুকে তাঁর ৫৬ হাজার অনুসারী। ইনস্টাগ্রামে তা ছাড়িয়ে গেছে ১ লাখ ১০ হাজার
পাকিস্তানি ইউটিউবার মোহাম্মদ রাজপুত তাঁর ইউটিউব চ্যানেল ‘মাদি রিঅ্যাক্টস’-এ বাংলাদেশী টিকটকার ও ইউটিউবারদের রিভিউ করে জনপ্রিয়তা পেয়েছেন।। একটি ভিডিওতে টিকটকে নীলার ‘এক্সপ্রেশন’ দেখে ভালো রিভিউও দিয়েছেন
অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে পোশাকের বিজ্ঞাপনও করেন নীলা। ফ্যাশন ভ্লগার হিসেবে তাঁর নামডাক আছে
ভালোবাসেন বন্ধুদের সঙ্গে আড্ডা
সময় পেলেই ঘুরে বেড়ান
অন্তত তিন বছর ধরে কাজ করছেন মডেল হিসেবে
দুই ভাই–বোনের ভেতর ২৩ বছর বয়সী নীলা বড়। ঢাকাতেই জন্ম আর বেড়ে ওঠা। এই ছবিটি ২১তম জন্মদিনে তোলা
ভবিষ্যতে মডেলিং আর অভিনয়শিল্পে নিজেকে মেলে ধরতে চান নীলা
কুকুর পালেন নীলা। ভবিষ্যতে প্রাণীদের অধিকার রক্ষার জন্য কাজ করতে চান
নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী নীলা
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, সবার আগে ভালো মানুষ আর সবার ভালো লাগার মানুষ হতে চান
নীলার মাথায় মুকুট ওঠায় অনেকে সমালোচনাও করছেন। বলছেন, এখন থেকে কি টিকটকাররা দেশকে প্রতিনিধিত্ব করবে! সেরা দশের ভেতর নীলার উচ্চতা সবচেয়ে কম...