ফ্যাশনজগতে রুপালি আভার মৌসুম

ফ্যাশন ট্রেন্ড অনেকটা ভোরের শিশিরের মতো। ওর আয়ু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। চলতি বছরে ট্রেন্ড হিসেবে হাজির হয়েছে রুপালি রং। হলিউড থেকে বলিউড, সব জায়গাতেই রং বলতে রুপালি। ফ্যাশনজগতে আলোড়ন তোলা রুপালি পোশাকে মাতানো তারকাদের ঝলক দেখুন এখানে।

৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন পপ তারকা বিয়ন্সে। নিজের ৩২তম গ্র্যামি অ্যাওয়ার্ড গ্রহণের সময় তাঁর পরনে ছিল গুচির তৈরি সোনালি ও রুপালি পোশাক।
ছবি: রয়টার্স
মার্কিন র‍্যাপার মেশিনগান কেলি গ্র্যামিতে হাজির হয়েছিলেন ডলচে অ্যান্ড গ্যাবানার তৈরি কাস্টম রুপালি স্যুটে।
মার্কিন গীতিকার মেরি জে ব্লাইজও গ্র্যামি মাতিয়েছেন রুপালি পোশাকে।
৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডে রুপালি জাম্পারে মঞ্চ কাঁপিয়েছেন হ্যারি স্টাইলস।
৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডে ‘রেকর্ড অব দ্য ইয়ার’ জিতে নিয়েছেন পপ তারকা লিজ্জো। রুপালি পোশাকে সেই অ্যাওয়ার্ড নিয়েছেন তিনি।
সান্তা বারবারা ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেত্রী কেট ব্লঁশে হাজির হয়েছিলেন লুঁই ভুঁতোর তৈরি করা রুপালি-কালো পোশাকে।
সিদ্ধার্থ-কিয়ারা জুটির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে আলিয়া ভাট হাজির হয়েছিলেন রূপালি শাড়িতে।
ঝলমলে রুপালি পোশাকে সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শিল্পা শেঠিও।
ব্রিট অ্যাওয়ার্ডসে ব্রিটিশ অভিনেত্রী জোডি-টার্নার স্মিথ হাজির হয়েছিলেন রুপালি পোশাকে।
বছরের শুরুতে ক্যারিয়ারের প্রথম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন অভিনেত্রী অ্যাঞ্জেলা বাসেট। ঝলমলে রুপালি পোশাকে সেদিন মঞ্চ মাতিয়েছেন ‘ব্ল্যাক প্যান্থার’খ্যাত অভিনেত্রী।
অভিনেত্রী সালমা হায়েক গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে হাজির হয়েছিলেন গুচির তৈরি করা হাতে তৈরি রুপালি পোশাকে।