গত ৩১ অক্টোবর ছিল হ্যালোউইন উৎসব। প্রতিবারের মতো এবারও রংবেরঙের পোশাক পরে হ্যালোউইন উদযাপন করেছেন হলিউড তারকারা। কেমন ছিল তাঁদের হ্যালোউইনের সাজগোজ? দেখে নেওয়া যাক।
মৃণাল সাহা
কেন্ডেল জেনার
মার্কিন ইনফ্লুয়েন্সার ও মডেল কেন্ডেল জেনার হ্যালোউইনে বেছে নিয়েছিলেন সুপারহিরো ওয়ান্ডার ওম্যানকে। তবে কমিকসের ওয়ান্ডার ওম্যান নয়, তাঁর কস্টিউমের পেছনে অনুপ্রেরণা ছিল টিভির প্রথম ওয়ান্ডার ওম্যান লিন্ডা কার্টার
জাস্টিন বিবার
মার্কিন পপ তারকা জাস্টিন বিবার সেজেছিলেন স্কুবা ডাইভার। তাঁর মাথায় ও পায়ে ছিল স্কুবা সরঞ্জাম এবং পরনে গোলাপি-কমলা হাওয়াই শার্ট
ডেমি লোভাটো
মার্কিন পপসংগীতশিল্পী ডেমি লোভাটো সেজেছিলেন ডিজনি প্রিন্সেস স্নো হোয়াইট। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে স্নো হোয়াইট সিনেমার লাইভ অ্যাকশন রিমেক করতে যাচ্ছে ডিজনি। বোঝাই যাচ্ছে সিনেমার নায়িকা হিসেবে লেভাটোকে খারাপ লাগবে না
বিজ্ঞাপন
দ্য রক
হলিউড তারকা ও সাবেক রেসলার দ্য রক কোনো সুপারহিরোর সাজপোশাক গ্রহণ করেননি। বরং সেজেছেন পছন্দের খেলোয়াড় ডেভিড বেকহামের মতো করে। গায়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি, মাথায় উইগ; হুট করে দেখলে ৯০ দশকের ডেভিড বেকহাম বলে ভুল করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তাঁর কস্টিউম বেশ মনে ধরেছে স্বয়ং ডেভিড বেকহামেরও
মেগান ফক্স ও মেশিন গান কেলি
হলিউডের নামকরা জুটি হ্যালোউইনে হয়েছিলেন হলিউডের জনপ্রিয় অ্যাকশন সিনেমা 'কিল বিল'-এর দুই বিখ্যাত চরিত্র। মেগান ফক্স সেজেছিলেন অ্যাসাসিন গোগো আর মেশিন গান কেলি সেজেছিলেন দ্য ব্রাইড
অ্যাডেল
'হ্যালো' খ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেল হ্যালোউইনের জন্য সেজেছিলেন 'অ্যাডামস ফ্যামিলি'র বিখ্যাত নারী চরিত্র মর্টিসিয়া অ্যাডামস
হলিউড তারকারা হ্যালোউইনের জন্য যখন বেছে নিচ্ছেন অন্যদের পোশাক, তখন ব্র্যাডলি কুপার সেজেছেন নিজের অভিনীত চরিত্রে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 'রকেট র্যাকুন' চরিত্রে ভয়েস দেন তিনি। হ্যালোউইনের জন্য সেজেছেনও রকেটের মতো করে
আনা-টেইলর জয়
দুই বন্ধুকে নিয়ে জনপ্রিয় কার্টুন সিরিজ 'টোটালি স্পাইস' সিরিজের তিন চরিত্র সেজেছিলেন হলিউড অভিনেত্রী আনা টেইলর জয়। বন্ধুদের সঙ্গে নিজের বাসায় হ্যালোউইন উদযাপন করেন তিনি