ছয় দিনে ৯০টি ব্র্যান্ড ও ডিজাইনের পোশাক রানওয়েতে উপস্থাপনের মাধ্যমে শেষ হলো মস্কো ফ্যাশন উইক মার্চ ২০২৫ (Moscow Fashion Week) ।
রাশিয়ার রাজধানী মস্কোর মানাস হলে এবারের আয়োজন শুরু হয় ১৩ মার্চ। প্রতিদিন একাধিক দেশি–বিদেশি ডিজাইনারদের পোশাকের সংগ্রহ দেখা যায় ফ্যাশন কিউতে। এর বাইরেও আলাদা করে ফ্যাশন মার্কেটে ডিজাইনারদের পোশাক ছাড়াও নানা রকম ফ্যাশন অনুষঙ্গ উপস্থাপন করতে দেখা যায়।
সবচেয়ে মজার বিষয় হলো রাশিয়ার অনেক নতুন ডিজাইনার এই ফ্যাশন উইকে নিজেদের ভিন্ন রকম নকশা তুলে ধরতে চেষ্টা করেন। তাঁদের পোশাকের কাট, রং নির্বাচন ও ভাবনা সত্যিই প্রশংসার দাবি রাখে। মূলত সাদা ও কালোর নানা শেড এবারের সংগ্রহে বেশি দেখা গেছে। একাধিক ডিজাইনারের সঙ্গে কথা বলে জানা যায় কয়েক মাস পরেই এ দেশে গরম শুরু হবে। সেই সময়টাকে উপভোগ করতেই এবারের সংগ্রহ সাজিয়েছেন তাঁরা।
সামার হলেও নানা রকম পাতলা কাপড়ের জ্যাকেট পরার চল আছে রাশিয়ার সব অঞ্চলে। আর সেভাবেই জ্যাকেট নকশা করেছেন ডিজাইনাররা। মেজর নামের একটি রাশিয়ান ব্র্যান্ড নিজেদের সংগ্রহে এনেছে দিন বা রাতে মেয়েদের পার্টিতে পরার জন্য নানা ধরনের উপযোগী গাউন, শার্ট, সারাফান, টপ, জ্যাকেটের নানা রকম পোশাক।
অনেক ডিজাইনার ছেলেদের নানা রকম সংগ্রহ প্রদর্শন করেন রানওয়েতে।
১৬ মার্চ আন্তর্জাতিক ক্যাটাগরিতে দুই ভারতীয় ডিজাইনার নিজেদের সংগ্রহ নিয়ে আসেন দর্শকদের সামনে। খাদি ইন্ডিয়া ও সামন্ত চৌহান ভারতের ফ্যাশন ভাবনা উপস্থাপন করেন মস্কোর মঞ্চে। ব্র্যান্ড খাদি ইন্ডিয়ার সংগ্রহে ছিল শাড়ি, কামিজ, টপ, সিঙ্গেল কুর্তির মতো নানা কিছু। যার সবটাই প্রাকৃতিক রঙে রাঙিয়ে উপস্থাপন করা হয়।
আর সামন্ত চৌহানের পোশাকগুলো ছিল ভারতীয় অনুপ্রেরণার তৈরি গাউন, লংড্রেস, জ্যাকেট ইত্যাদির সমন্বয়। এমব্রয়ডারি, জারদৌসি ও মোগল মোটিফ ব্যবহার করে সেসব নকশা করেছেন সামন্ত। পাশাপাশি প্রতিদিন একাধিক ফ্যাশন আলোচনায় অংশ নেন রাশিয়া ও রাশিয়ার বাইরে থেকে আসা অতিথিরা।
এক্সিবিশন হলের মার্কেট প্লেসে অংশ নেয় ৬৩টি ফ্যাশান ও অনুষঙ্গ ব্র্যান্ড। যেখানে পোশাক, ব্যাগ, জুতা, জুয়েলারি, সানগ্লাস, ঘড়িসহ নানা পণ্য কেনার সুযোগ রাখা হয়।
আগামী সিজনে আরও নতুন ভাবনা উপস্থাপনের আশা দিয়ে ১৮ মার্চ শেষ হয় কালচারাল ফাউন্ডেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব ফ্যাশন অ্যান্ড ডিজাইন ‘ফ্যাশন ফাউন্ডেশন’ (Cultural Foundation of Fashion and Design Development) এর এই উদ্যোগ।