১৩ ফেব্রুয়ারি অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শিয়ার জীবনের একটা বিশেষ দিন। এদিন সকালে গায়েহলুদ, রং খেলা শেষে ঝাউবনে সন্ধ্যা নামলে হয়েছে ‘সংগীত’। চৈত্রের শেষ দিনে কক্সবাজারের পাহাড় আর সুমদ্রকে সাক্ষী রেখে আনন্দে মেতে ওঠেন সবাই। এই ‘ডেস্টিনেশন ওয়েডিং’–এ অংশ নেন দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য আর বর–কনের কাছের বন্ধুরা। বর সিলেটের ছেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেন, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছবিতে দেখে নেওয়া যাক আয়োজনের বিস্তারিত। ছবি তুলেছে লা ইভেন্তো বাই কাজী আরেফিন।