লন্ডন ফ্যাশন উইক মাতালেন যাঁরা

২১ ফেব্রুয়ারি পর্দা নামল লন্ডন ফ্যাশন উইকের। শীত ও বসন্তের নানান নকশা নিয়ে হাজির হয়েছিল বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো। তারকারাও হাজির হয়েছিলেন তাঁদের পছন্দের ব্র্যান্ড কিংবা ডিজাইনারের তৈরি পোশাক পরে। দেখে নেওয়া যাক লন্ডন ফ্যাশন উইকের তারকাদের সেরা পোশাকগুলো

ফ্লোরেন্স পিউ

বন্ধু ডিজাইনার হ্যারিস রিডের তৈরি পোশাক পরে এসেছিলেন অভিনেত্রী ফ্লোরেন্স পিউ।
বন্ধু ডিজাইনার হ্যারিস রিডের তৈরি পোশাক পরে এসেছিলেন অভিনেত্রী ফ্লোরেন্স পিউ।

রোমিও বেকহ্যাম ও মিয়া রেগান

সদ্য বিবাহিত জুটি রোমিও বেকহ্যাম ও মিয়া রেগান এসেছিলেন জে ডব্লিউ অ্যান্ডারসন শো দেখতে।

জাস্টিন বিবার ও হেইলি বিবার

বেকহ্যাম জুটির মতো লন্ডন ফ্যাশন উইকে দর্শক হিসেবে এসেছিলেন বিবার জুটি। মনক্লেয়ার জিনিয়াস শো উপভোগ করেছেন তাঁরা।

সেরেনা উইলিয়ামস

টেনিস থেকে বিদায় নিয়েছেন বেশ কিছুদিন হলো, তাই বলে জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি সেরেনার। মনক্লেয়ার জিনিয়াস শো দেখতে লন্ডন ঘুরে গেছেন সেরেনা উইলিয়ামস।

মারিয়া শারাপোভা

লন্ডনের সবচেয়ে বড় ফ্যাশন শোর অংশ হয়েছেন আরেক টেনিস তারকা মারিয়া শারাপোভা। তবে সেরেনা উইলিয়ামসের মতো দর্শক হিসেবে নয়, মারিয়া হেঁটেছেন মনক্লেয়ারের মঞ্চে। পুরোনো সতীর্থকে পেয়ে বেশ পুলকিত ছিলেন দুজন।

মার্কাস রাশফোর্ড

শুধু টেনিস নয়, ফুটবল জগতের তারকাদেরও উপস্থিতি ছিল লন্ডনে। ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল তারকা মার্কাস রাশফোর্ড ছিলেন দর্শক হিসেবে।

রিস জেমস

চেলসি ফুটবল দলের আরেক তারকা রিস জেমসকেও দেখা গেছে ফ্যাশন শোতে। অন্য সবার মতো দর্শকের কাতারে বসে পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন তাঁরা।

সন হিউয়েন-মিন ও জুন জি হুয়ান

ফুটবল ও সিনেমা, কোরিয়ার দুই জগতের দুই সুপারস্টারের দেখা হয়েছিল লন্ডন ফ্যাশন উইকে।

লুইস হ্যামিলটন

বিখ্যাত এফ ওয়ান ড্রাইভার লুইস হ্যামিলটনের দেখা মিলেছিল লন্ডনে।

জুডি কোমার

অভিনেত্রী জুডি কোমার এসেছিলেন লন্ডনভিত্তিক ফ্যাশন হাউস বারবারির মডেল হয়ে।

লিলি জেমস

‘সিন্ডারেলা’খ্যাত অভিনেত্রী লিলি জেমসের দেখা মিলেছিল ফ্যাশন শোয়ের আফটার পার্টিতে।

ইয়ান ম্যাককেলেন

লন্ডন ফ্যাশন উইকে এসেছিলেন লর্ড অব দ্য রিংস সিনেমায় ‘গ্যান্ডল্ফ’ চরিত্রে অভিনয় করা বর্ষীয়ান অভিনেতা ইয়ান ম্যাককেলেন। এস এস ডেলির মডেল হয়ে র‍্যাম্পে হেঁটেই ক্ষান্ত হননি তিনি, আবৃত্তি করে শুনিয়েছেন ইংরেজ কবি আলফ্রেড টেনিসনের কবিতা।