সেলেনাকে আপনি গায়িকা হিসেবে চিনলেও তিনি কিন্তু প্রথম পরিচিতি পান অভিনয় দিয়ে। ডিজনি চ্যানেলের শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পান সেলেনা গোমেজফ্যান্টাসি টিন সিটকম ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’, ‘প্রিন্সেস প্রটেকশন প্রোগ্রাম’–এ অভিনয় করে রীতিমতো তারকা বনে যান। ২০২১ সালে কমেডি ড্রামা ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’–এ অভিনয় করে সেলেনা সেরা অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোবে মনোনয়ন পান২০১০–এর দশকে সংগীত তারকা হিসেবে সেলেনার নাম ছড়াতে থাকে। ২০১৩ সালে মুক্তি পায় সেলেনার প্রথম একক অ্যালবাম ‘স্টার ড্যান্স’। ২০১৫ ও ২০২০ সালে আসে আরও দুটি অ্যালবাম, রিভাইভাল ও রেয়ার। অ্যালবামগুলোর ‘কাম অ্যান্ড গেট ইট’, ‘গুড ফর ইউ’, ‘সেম ওল্ড লাভ’, ‘লুজ ইউ টু লাভ মি’ সেলেনাকে বিশ্বব্যাপী পরিচিতি দেয়একসময় আরেক পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে সেলেনার প্রেম-বিচ্ছেদ ছিল তুমুল আলোচনার বিষয়। বেশ কয়েকটি গানে উঠে এসেছে বিবারের সঙ্গে তাঁর প্রেম ও বিচ্ছেদের কথা। ২০২২ সালে তাঁর ওপর নির্মিত তথ্যচিত্রে তিনি প্রেমিকের নাম উল্লেখ না করে বলেন, বিবারের সঙ্গে বিচ্ছেদ তাঁকে বছরের পর বছর তাড়া করেছে। সেটা ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়। তবে সেটা এখন কেবলই অতীত, যা থেকে তিনি সেরে উঠেছেনসেলেনা তাঁর বিউটি ব্র্যান্ড রেয়ার বিউটি বাজারে আনেন ২০২০ সালের সেপ্টেম্বরে। রেয়ার খুবই দামি বিউটি ব্র্যান্ড। তবু সেলেনার ব্র্যান্ডের পণ্য বিক্রি হয়েছে দেদার—বিশেষ করে লিকুইড ব্লাশ, লিপস্টিক আর নেইলপলিশ। ২০২৩ সালে সেলেনা গোমেজ তাঁর ‘ভেগান’ আর ‘ক্রুয়েলিটি ফ্রি’ ব্র্যান্ড থেকে বিক্রি করেছেন ৭৬ মিলিয়ন ডলার বা প্রায় ৯১০ কোটি টাকার পণ্য। ২০২৪ সালে দাঁড়িয়ে রেয়ার বিউটি ব্র্যান্ডের মূল্য দাঁড়িয়েছে ২ বিলিয়ন ডলার বা প্রায় ২৪ হাজার কোটি টাকায়সেলেনার মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বা প্রায় ১৫ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্য দিয়ে সবচেয়ে কমবয়সী ‘সেলফ–মেড’ বিলিয়নিয়ারদের সংক্ষিপ্ত তালিকায়ও নাম উঠল এই গায়িকারসেলেনার সবচেয়ে কাছের বন্ধু কে জানেন? ঠিক ধরেছেন, টেইলর সুইফট! অথচ ছোটবেলায় দুঃসহ দারিদ্র্যকে সঙ্গী করে বড় হয়েছেন। ১৯৯২ সালের ২২ জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাসে সেলেনার যখন জন্ম, তখন তাঁর মায়ের বয়স তখন মাত্র ১৬। মা-বাবার যখন বিচ্ছেদ হয়, তখন সেলেনার বয়স ছিল ৫। সেলেনার মায়ের জীবনের একটাই লক্ষ্য ছিল, মেয়েকে প্রতিষ্ঠিত করা। সেলেনা নিজের জীবনের সব সফলতা ভাগ করে নেন মায়ের সঙ্গেসেলেনা ১১ বছর বয়সী সৎবোন গ্রেসি এলিয়ট টেফিকে খুবই ভালোবাসেনবর্তমানে ৩৬ বছর বয়সী মার্কিন র্যাপার বেনি ব্লাঙ্কোর প্রেমে মজেছেন সেলেনা। সেলেনার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর নতুন করে আলোচনায় আসেন বেনিইনস্টাগ্রামে সেলেনার অনুসারীসংখ্যা ছাড়িয়ে গেছে ৪২ কোটি ৪০ লাখ। অন্যদিকে বেনির অনুসারী মাত্র ১৭ লাখ। সেলেনার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে এই সংখ্যা ছিল ১০ লাখের কাছাকাছিশুরু থেকেই বেনির সঙ্গে সম্পর্ককে প্রকাশ্যে নিয়ে এসেছেন সেলেনা। নিজেই প্রকাশ করেছেন নিজেদের ঘনিষ্ঠ ছবি। জানিয়েছেন, বেনিই তাঁর জীবনের চূড়ান্ত ভালোবাসাসেলেনার মোট সম্পদের পরিমাণ তো আগেই জেনেছেন। এদিকে প্রেমিক বেনি মাত্র ৫০ মিলিয়ন ডলার বা প্রায় ৫৯৮ কোটি টাকার মালিকসূত্র: ব্লুমবার্গ ও টাইম ম্যাগাজিন