আরবাজের বিয়ের ভাইরাল ছবিগুলো দেখে নিন

সালমান খানেরা তিন ভাই, এক বোন। সালমান, আরবাজ, সোহেল আর অর্পিতা। ২০১৭ সালে আরবাজ খানের বিচ্ছেদ হয়, ২০২২ সালে হয় সোহেল খানের। আর সালমান তো এখনো বলিউডের ‘মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর’। ফলে তিন ভাই–ই আবার ‘সিঙ্গেল’ হয়ে যান। আবার খান পরিবারে এলেন নতুন বউ। নাম সুরা খান, পেশায় মেকআপ আর্টিস্ট, বয়স ৪১ বছর। ৫৬ বছর বয়সী অভিনেতা ও প্রযোজক আরবাজের সঙ্গে ঘরোয়া ছিমছাম আয়োজনের ভেতর দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধলেন সুরা।  

বলিউড তারকা আরবাজ খান গতকাল রোববার বোন অর্পিতার মুম্বাইয়ের বাড়িতে সারলেন বিয়ের আনুষ্ঠানিকতা। ছবিতে সুরা ও অর্পিতা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরেক বলিউড তারকা মালাইকা আরোরার সঙ্গে ছিল আরবাজের ১৯ বছরের সংসার। ২০১৭ সালে মালাইকার সঙ্গে পাকাপাকিভাবে তাঁর বিচ্ছেদ ঘটে
এরপর ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ। জর্জিয়ার সঙ্গে এ বছরই বিচ্ছেদ হয়। এর ভেতর কবে কখন যে মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে সম্পর্কে জড়ালেন, ক্ষুণাক্ষরেও তা টের পায়নি গণমাধ্যম। খুব অল্প সময়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরবাজ খান। কয়েক মাসের ভেতরেই পরিচয়, প্রেম ও বিয়ে
‘পাটনা শুক্লা’ সিনেমার প্রযোজক আরবাজ খান। সিনেমাটি ২০২৪ সালে মুক্তি পাবে। এখানে অভিনয় করেছের রাভিনা ট্যান্ডন। রাভিনার ব্যক্তিগত মেকআপ শিল্পী সুরা। এই সিনেমার সেটে আরবাজ আর সুরার প্রেম
বিয়েতে প্যাস্টেল রঙের ফ্লোরাল প্রিন্টেট শেরওয়ানিতে বর সাজেন আরবাজ। স্ত্রী সুরা খান পরেছিলেন প্যাস্টেল গোলাপি লেহেঙ্গা
আরবাজ আর সুরার বিয়েতে মেয়ে রাশা থাডানিকে নিয়ে উপস্থিত ছিলেন রাভিনা ট্যান্ডন
বিয়েতে আরও উপস্থিত ছিলেন সালমান খান, সালমানের বান্ধবী ইউলিয়া ভানতুর, সালমানের মা সালমা, সৎমা হেলেন, আরবাজ ও মালাইকার ছেলে আরহান, দুই পুত্রকে নিয়ে রীতেশ–জেনেলিয়া দম্পতি, সঞ্জয় কাপুর–মহীপ কাপুর দম্পতি, ঋদ্ধিমা, সোহা আলী খানসহ পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা ও বন্ধুবান্ধব
বাবার বিয়ের আয়োজনে খুশির সঙ্গে অংশ নিয়েছেন ছেলে আরহান। বিয়ের অনুষ্ঠানে গিটার বাজিয়েছেন। বাবার সঙ্গে গলা মিলিয়ে গেয়েছেন ‘তেরে মাস্তে মাস্তে দো ন্যায়ান’
বিয়েতে বেজেছে সালমান খানের সব হিট গান। সালমানও নেচেছেন গানের তালে তালে। নেচেছেন কনেসহ উপস্থিত সবাই। বিয়ের পর ছিল পার্টি। সেখানে সবাই ‘আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’ গানে নেচেছেন। সেসব ভিডিওর ছোট ছোট ক্লিপ ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে
কীভাবে অতীতের তিক্ততা ভুলে সবাই মিলে একসঙ্গে বিয়ের আয়েজনে আনন্দ করা যায়—বলিউড দুনিয়ায় তারই এক চমৎকার উদাহরণ হয়ে থাকল এই বিয়ে