সালমান খানেরা তিন ভাই, এক বোন। সালমান, আরবাজ, সোহেল আর অর্পিতা। ২০১৭ সালে আরবাজ খানের বিচ্ছেদ হয়, ২০২২ সালে হয় সোহেল খানের। আর সালমান তো এখনো বলিউডের ‘মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর’। ফলে তিন ভাই–ই আবার ‘সিঙ্গেল’ হয়ে যান। আবার খান পরিবারে এলেন নতুন বউ। নাম সুরা খান, পেশায় মেকআপ আর্টিস্ট, বয়স ৪১ বছর। ৫৬ বছর বয়সী অভিনেতা ও প্রযোজক আরবাজের সঙ্গে ঘরোয়া ছিমছাম আয়োজনের ভেতর দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধলেন সুরা।