শুক্রবার আম্বানিদের বিয়ের আনুষ্ঠানিকতা ও ‘কনে বিদায়ে’র রেশ শেষ হতে না হতেই শনিবার হয়ে গেল ‘শুভ আশীর্বাদ’ অনুষ্ঠান। এই আয়োজনে হাজির হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সদ্য বিবাহিত বর-কনেকে আশীর্বাদ করেছেন। এদিকে রজনীকান্ত অমিতাভ বচ্চনকে পা ছুঁয়ে সালাম করতেই অমিতাভ বুকে জড়িয়ে ধরেছেন তাঁকে। সদ্য বিবাহিত সোনাক্ষী সিনহাকেও দেখা গেছে বিয়েবাড়িতে। তবে তাঁর জীবনসঙ্গী জহির ইকবালকে পাওয়া যায়নি। এক নজরে দেখে নেওয়া যাক, শুভ আশীর্বাদে তারকাদের সাজ-পোশাক।