আশীর্বাদে মোদি, কিম কার্ডাশিয়ান, শাহরুখ ও অন্যান্য

শুক্রবার আম্বানিদের বিয়ের আনুষ্ঠানিকতা ও ‘কনে বিদায়ে’র রেশ শেষ হতে না হতেই শনিবার হয়ে গেল ‘শুভ আশীর্বাদ’ অনুষ্ঠান। এই আয়োজনে হাজির হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সদ্য বিবাহিত বর-কনেকে আশীর্বাদ করেছেন। এদিকে রজনীকান্ত অমিতাভ বচ্চনকে পা ছুঁয়ে সালাম করতেই অমিতাভ বুকে জড়িয়ে ধরেছেন তাঁকে। সদ্য বিবাহিত সোনাক্ষী সিনহাকেও দেখা গেছে বিয়েবাড়িতে। তবে তাঁর জীবনসঙ্গী জহির ইকবালকে পাওয়া যায়নি। এক নজরে দেখে নেওয়া যাক, শুভ আশীর্বাদে তারকাদের সাজ-পোশাক।

নরেন্দ্র মোদির সঙ্গে (বাঁ থেকে) নীতা আম্বানি, অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট ও মুকেশ আম্বানি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এক ফ্রেমে আম্বানি বাড়ির চার নারী—ইশা আম্বানি, নীতা আম্বানি, রাধিকা মার্চেন্ট ও শ্লোকা মেহতা
রাধিকা মার্চেন্ট শুভ আশীর্বাদে পরেন বিখ্যাত চিত্রকলা থেকে অনুপ্রাণিত লেহেঙ্গা চোলি। নকশা করেছেন আবু জানি-দীপক খোসলা জুটি
স্ত্রী গৌরী খান ও কন্যা সুহানা খানকে নিয়ে শাহরুখ খান
স্ত্রী-কন্যাকে নিয়ে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এম এস ধোনি
এক ফ্রেমে ঐশ্বরিয়া ও কিম কার্ডাশিয়ান
কিম কার্ডাশিয়ান পরেছেন আইভরিরঙা গাউন-শাড়ি। আলাদা করে নজরে কেড়েছে তাঁর হীরার নথ। কার্ডাশিয়ানের সঙ্গে দেখা যাচ্ছে বলিউড তারকা মিজান জাফরিকে
আলিয়া ভাট পরেছেন আইভরিরঙা ফ্লোরাল লেহেঙ্গা
মাথায় সিঁদুর দিয়ে লাল আনারকলিতে সোনাক্ষী সিনহা দেখা দেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের আশীর্বাদ অনুষ্ঠানে
আম্বানিদের বিয়ের আয়োজনে জাহ্নবী কাপুরের প্রতিটি লুক প্রশংসিত হয়েছে। তরুণ তাহিলিয়ানির নকশা করা স্কার্টটি শিল্প আন্দোলন আর্ট নুভো থেকে অনুপ্রাণিত। স্ফটিক, মুক্তা ও চুমকি দিয়ে তৈরি হয়েছে এই পোশাক
সারা আলী খান পরেছেন আইভরিরঙা আনারকলি। এই নকশার একই আনারকলি আগে পরেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। সঙ্গে আছেন ভাই ইব্রাহিম আলী খান
আম্বানিদের বিয়ের আয়োজনে শহীদ কাপুর-মীরা রাজপুতের প্রতিটি পোশাক পছন্দ করেছেন ফ্যাশনিস্তারা
অনন্যা পান্ডেও দেখা দিয়েছেন ডাস্ট ব্লু রঙের প্রিন্টের লেহেঙ্গায়
পরিচালক অ্যাটলি দেখা দিয়েছেন স্ত্রী কৃষ্ণা প্রিয়ার সঙ্গে
এক ফ্রেমে অর্জন কাপুর ও বোন অংশুলা কাপুর
কৃতি শ্যানন পরেছেন মনীশ মালহোত্রার নকশা করা আনারকলি
জুহি চাওলা দেখা দিয়েছেন ছিমছাম সাজে
মাধুরী পরেছিলেন সোনালি সিল্কের শাড়ি। সঙ্গে শ্রীরাম নেনে