মঙ্গলবার সন্ধ্যায় এক ছাদের নিচে জড়ো হয়েছিলেন ভারতের বিনোদন ইন্ডাস্ট্রির সবচেয়ে স্টাইলিশ একঝাঁক তারকা। সপ্তমবারের মত অনুষ্ঠিত হলো লোকমাত মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড, ২০২৩। বয়সকে হার মানানো শিল্পা শেঠি আর মালাইকা অরোরার হাতে যে বড় পুরস্কার উঠবে, সেটা অনুমিতই ছিল। গ্ল্যামারাস পোশাক হিসেবে শাড়ির কদর বাড়ছে, তাই লালগালিচায় নারীদের বেশিরভাগের পরনে শোভা পেয়েছে শাড়ি। একনজরে দেখে নেওয়া যাক, ২০২৩ এর বলিউডের সবচেয়ে স্টাইলিশদের।