এক নজরে বলিউডের স্টাইল আইকনেরা

মঙ্গলবার সন্ধ্যায় এক ছাদের নিচে জড়ো হয়েছিলেন ভারতের বিনোদন ইন্ডাস্ট্রির সবচেয়ে স্টাইলিশ একঝাঁক তারকা। সপ্তমবারের মত অনুষ্ঠিত হলো লোকমাত মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড, ২০২৩। বয়সকে হার মানানো শিল্পা শেঠি আর মালাইকা অরোরার হাতে যে বড় পুরস্কার উঠবে, সেটা অনুমিতই ছিল। গ্ল্যামারাস পোশাক হিসেবে শাড়ির কদর বাড়ছে, তাই লালগালিচায় নারীদের বেশিরভাগের পরনে শোভা পেয়েছে শাড়ি। একনজরে দেখে নেওয়া যাক, ২০২৩ এর বলিউডের সবচেয়ে স্টাইলিশদের। 

মোস্ট স্টাইলিশ পাওয়ার আইকন শিল্পা শেঠির পরনে ছিল কালো মারমেইড স্কার্ট
ইনস্টাগ্রাম থেকে
মোস্ট স্টাইলিশ আইকনিক ফ্যাশনিস্তা মালাইকা অরোরার পরনের পোশাকটি কিন্তু শাড়ি
মোস্ট স্টাইলিশ গ্ল্যাম আইকন: অনন্যা পান্ডে
মোস্ট স্টাইলিশ নিয়ম ভাঙা নারী: মৌনি রায়। বাঙালি এই বলিউড তারকাও পরেছেন শাড়ি
মোস্ট স্টাইলিশ তরুণ অভিনেত্রী: রাকুল প্রীত। রাকুল পরেছেন মনীশ মালহোত্রার নকশা করা শাড়ি
মোস্ট স্টাইলিশ তরুণদের আইকন (নারী): পূজা হেগড়ে, তিনি হাজির হয়েছিলেন পাওয়ার ড্রেসিংয়ে, গলায় জ্বলজ্বল করেছে হিরার হার
মোস্ট স্টাইলিশ তরুণদের আইকন: ঈশান খাট্টার
মোস্ট স্টাইলিশ অনুপ্রেরণাদায়ী: শিয়ামি খের, তিনি অনেকটা আটপৌরে স্টাইলে শাড়ি পরে এসেছিলেন
মোস্ট স্টাইলিশ কোরিওগ্রাফার: টেরেন্স লিউয়িস
মোস্ট স্টাইলিশ সংগীতশিল্পী: শিল্পা রাও
মোস্ট স্টাইলিশ গ্ল্যামারাস ডিভা: ইশা গুপ্তা, ফাল্গুনি পিককের একটি রুপালি চকচকে শাড়ির মাধ্যমে জানান দিয়েছেন, এভাবেই আলো ছড়াতে চান তিনি
মোস্ট স্টাইলিশ টাইমলেস আইকন: সুনীল শেঠি, এই পুরস্কারের জন্য তাঁর চেয়ে যোগ্য দাবিদার পাওয়া কঠিন
মোস্ট স্টাইলিশ অ্যাকশন স্টার: টাইগার শ্রফ
মোস্ট স্টাইলিশ ট্রেন্ডসেটার: রণদীপ হুদা
মোস্ট স্টাইলিশ মানবতাবাদী: সনু সুদ