গোল্ডেন গ্লোবের নজরকাড়া ৬ লুক

৬ জানুয়ারি হয়ে গেল ৮২তম গোল্ডেন গ্লোব পুরস্কারের আসর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের এই অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনের তারকারা লালগালিচায় নামীদামি ব্র্যান্ডের পোশাক পরে উপস্থিত হয়েছিলেন। পুরস্কার নেওয়ার আগে বা নিজেদের মধ্যে কুশল বিনিময় করার আগে সেরে নিয়েছিলেন ছবি তোলার মতো গুরুত্বপূর্ণ কাজ। ভক্তদের সামনে তুলে ধরেছিলেন নিজেদের সাজপোশাক। তেমনই কয়েকটি সাজপোশাকের ছবি।

নিকোল কিডম্যান

ছবি: এএফপি

১৯৬০–এর দশকের মড বুফান্ট স্টাইলে চুল বেঁধে এসেছিলেন অভিনেত্রী নিকোল কিডম্যান। পোশাক হিসেবে বেছে নিয়েছিলেন বালেনসিয়াগা ব্র্যান্ডের রুপালি রঙের ওয়ান শোল্ডার গাউন।

সেলেনা গোমেজ

গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের পাউডার ব্লু রঙের গাউনটি প্রাডা ব্র্যান্ডের। গলার হীরার মালাটি টিফানি ব্র্যান্ডের। সেজেছেন নিজের ব্র্যান্ড রেয়ার বিউটির প্রসাধনী দিয়ে। অনুষ্ঠানে অনেকেই তাঁর আঙুলে থাকা আংটিটি দেখছিলেন আর প্রশংসা করছিলেন। কয়েক দিন আগেই বেনি ব্লানকোর সঙ্গে বাগদানের ঘোষণা দেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

জেনডায়া

গাউনটি ছিল একটু পোড়ানো ধাঁচের কমলা রঙের। লুই ভুঁতো ব্র্যান্ডের কাঁধখোলা গাউনটি প্রশংসা ও সমালোচনা দুটোই পেয়েছে। তবে সবকিছু ছাপিয়ে ফিসফাস শুরু হয়েছে অভিনেত্রী জেনডায়ার আঙুলে থাকা হীরার বড় আংটিটি নিয়ে। তবে কি বাগদান হয়ে গেল অভিনেতা টম হল্যান্ডের সঙ্গে। ৪৮ ক্যারেট হীরার আংটির দাম ২ লাখ মার্কিন ডলার বা ২ কোটি ৪২ লাখ টাকা।

ডেমি মুর

অভিনেত্রী ডেমি মুর পরেছিলেন ভাস্কর্যের আদলে অনুপ্রাণিত গাউন। হালকা সোনালি রঙের পোশাকটি আরমানি প্রিভে ব্র্যান্ডের। চুল ছিল খোলা। গয়না বলতে ব্রেসলেট, আংটি আর দুল।

ভায়োলা ডেভিস

অভিনেত্রী ভায়োলা ডেভিস বেছে নিয়েছিলেন ডিসকো থিম। গুচ্চি ব্র্যান্ডের চুমকি বসানো কালো গাউনটির সঙ্গে কোঁকড়া চুল রেখেছিলেন খোলা। গাউনটির সঙ্গে আটকানো কেপটিও নজর কাড়ে।

কেট উইন্সলেট

অভিনেত্রী কেট উইন্সলেট এসেছিলেন ছিমছাম স্যুট-প্যান্টে। এরডেম ব্র্যান্ডের সাদা রঙের জ্যাকেট আর প্যান্টের ওপর কালো ফুলের এমব্রয়ডারি নজর কাড়ে। শার্ট পরেননি। পুরো সাজে প্রকাশ পেয়েছে আধুনিক, স্টাইলিশ এবং গোছানো ভাব। পায়ে ছিল কালো রঙের পয়েন্টেড টো পাম্পস। বড় আংটি আর দুল পরেছিলেন। সাংবাদিকেরা এ পোশাক বেছে নেওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি জানান, ‘আমি স্যুট আর প্যান্টে আরাম বোধ করি। যত বয়স বাড়ছে, স্যুট তত বেশি পছন্দ করছি।’