ছবিতে দেখে নিন জামদানি উৎসব

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হয়েছে ১০ দিনব্যাপী জামদানি উৎসব ২০২৩। উৎসবটির আয়োজক সেবা নারী ও শিশুকল্যাণ সংস্থা। এ উৎসবে জামদানিতে তৈরি শাড়ি, জামা, জুতা, ব্যাগসহ আরও নানা কিছু সাজানো হয়েছে গ্যালারিজুড়ে। সেবার একটি বিশেষ কর্মসূচির অধীন আয়োজিত এ উৎসবের মূল উদ্দেশ্য পরিবেশের কল্যাণে জামদানি বুননকে টিকিয়ে রাখা। জামাদানির ইতিহাস, প্রকৃতি থেকে রং নিয়ে সুতা প্রস্তুতপ্রক্রিয়া ও চরকায় জামদানি শাড়ি-কাপড় বুননের চিত্র—সবকিছুই এক ছাদের নিচে দেখার সুযোগ থাকছে এই বর্ণিল উৎসবে। আয়োজনটি চলবে ২৯ জুলাই, শনিবার বিকেল চারটা পর্যন্ত।

উৎসবে প্রদর্শিত জামদানি
ছবি : অগ্নিলা আহমেদ
জামদানি বুনছেন তাঁতিরা
জামদানিতে তৈরি পণ্য
ঘুরেফিরে দেখছেন ক্রেতারা
জামদানি তৈরির সুতা
শুধু শাড়িই নয়, জামদানিতে তৈরি হচ্ছে ব্যাগও
উৎসবে থাকছে ছেলেদের জন্য জামদানির কটি, মেয়েদের ওড়না
জামদানির অনুষঙ্গ
বটুয়াও পাওয়া যাবে এই প্রদর্শনীতে