বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হয়েছে ১০ দিনব্যাপী জামদানি উৎসব ২০২৩। উৎসবটির আয়োজক সেবা নারী ও শিশুকল্যাণ সংস্থা। এ উৎসবে জামদানিতে তৈরি শাড়ি, জামা, জুতা, ব্যাগসহ আরও নানা কিছু সাজানো হয়েছে গ্যালারিজুড়ে। সেবার একটি বিশেষ কর্মসূচির অধীন আয়োজিত এ উৎসবের মূল উদ্দেশ্য পরিবেশের কল্যাণে জামদানি বুননকে টিকিয়ে রাখা। জামাদানির ইতিহাস, প্রকৃতি থেকে রং নিয়ে সুতা প্রস্তুতপ্রক্রিয়া ও চরকায় জামদানি শাড়ি-কাপড় বুননের চিত্র—সবকিছুই এক ছাদের নিচে দেখার সুযোগ থাকছে এই বর্ণিল উৎসবে। আয়োজনটি চলবে ২৯ জুলাই, শনিবার বিকেল চারটা পর্যন্ত।