কানের লালগালিচায় সালমাকে দেখে বয়সটা আন্দাজ করুন তো

চুমকি লাগানো কালো স্ট্র্যাপলেস গাউনে লালগালিচায় হাঁটলেন সালমা। চুমকি লাগানো একটি স্ট্র্যাপলেস গাউনে লালগালিচায় হাঁটলেন এই অভিনেত্রী
ছবি: রংটার্স
`এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রের প্রিমিয়ারে বেশ জমকালো সাজেই এসেছিলেন সালমা হায়েক।
বয়স যে কোনোভাবেই তাঁকে কুপোকাত করতে পারেনি, সেটাই যেন আবারও নীরবে মহাসমারোহে জানিয়ে দিলেন তিনি। পোশাকের নকশার মতোই সালমা হায়েক দ্যুতি ছড়াচ্ছিলেন চারদিকে।
কালো গাউনের সঙ্গে জ্যামিতিক নকশার একটি সোনালি ব্যাংগেল পরেছিলেন সালমা হায়েক। হাতে ছিল কালো চামড়ার পার্স। প্রবাল রঙের পাথর, কালো পাথর আর হীরা দিয়ে সাজানো চোকারের সঙ্গে নজর কেড়েছে সোনার শিকলে ঝুলতে থাকা ফুলের বড় লকেটটিও।
জীবনসঙ্গী ফরাসি ধনকুবের ফ্রঁসোয়া-অঁরি পিনোকে সঙ্গে নিয়ে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন এই তারকা।
সালমার জীবনসঙ্গী ফ্রঁসোয়া-অঁরি পিনো ফ্রান্সের সেরা ধনীদের একজন।
গলার গয়নাগুলো বাড়তি মাত্রা যোগ করেছিল সালমা হায়েকের সাজে। গয়নার সঙ্গে মিলিয়ে সাজেও এনেছিলেন কমলা রঙের ছোঁয়া
আইশ্যাডোতে কমলা ও বাদামির মিশ্রণ, লিপস্টিক আর ব্লাশঅনে কমলা রং যেন সালমার প্রাণবন্ত ব্যক্তিত্বকেই তুলে ধরে। সেই সঙ্গে কোঁকড়া ঢেউ খেলানো চুলগুলো পেয়েছে অবাধ স্বাধীনতা
সালমা হায়েক ও ফ্রাঁসোয়া–অঁরি পিনো ওমেন ইন মোশন অ্যাওয়ার্ডস ও কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেনশিয়াল ডিনারে যোগ দেন
সালমা হায়েক এ সময় পরে এসেছিলেন লাইলাক ফুলের মতো প্যাস্টেল বেগুনি রঙের চুমকি বসানো গাউন
পেছনে লাগানো স্বচ্ছ পাতলা কাপড়ের কেপটি পোশাকের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। সেটিই এই পোশাকের ইউএসপি। কানের দুল, হাতের ব্রেসলেট আর আংটি হীরার তৈরি
বহুজাতিক প্রতিষ্ঠান কেরিং ২০১৫ সাল থেকেই সংস্কৃতি ও শিল্পকলার ক্ষেত্রে লিঙ্গবৈষম্য তুলে ধরতে এবং চলচ্চিত্র নির্মাণে নারীদের অবদানের ওপর আলোকপাত করতে ওমেন ইন মোশন অনুষ্ঠানটি শুরু করে। কেরিংয়ের চেয়ারম্যান ও সিইও ফ্রাঁসোয়া-অঁরি পিনো কানের এই আয়োজনে পুরস্কার উপস্থাপন করেন
সালমা হায়েক যে সহজাত সাজেও আকর্ষণীয়, ওমেন ইন মোশন অ্যাওয়ার্ডস: ডোনা ল্যাংলি ফটোকলে এসেও তা প্রমাণ করলেন। গোলাপি পোশাকেও তিনি ছিলেন সপ্রতিভ। ছবিতে ডোনা ল্যাংলির সঙ্গে...
লিপস্টিক আর আইলাইনারের টানে সেজেছিলেন ছিমছামভাবে। চুল ব্লো ড্রাই করে ছেড়ে দিয়েছিলেন। ছিল না তেমন কোনো বালাই। হালকা সাজেই সালমা হায়েক যেন জানিয়ে দিচ্ছিলেন যে কম সাজেও সবার মধ্যমণি হয়ে থাকবেন তিনি।
ও, বয়সটা কত, আন্দাজ করছেন? আসছে শরতে (২ সেপ্টেম্বর) তিনি ছাপিয়ে যাবেন ৫৭। দেখে মনে হয়?
বয়সের ক্যালেন্ডারে সাত বছর আগে অর্ধ–সেঞ্চুরি হাঁকিয়েও তারুণ্যে পাল্লা দিতে পারবেন ত্রিশের কোঠার তরুণীদের সঙ্গে। কেবল পাল্লা দেবেন কে বলল, দিয়ে বিপুল ভোটে জিতবেনও!