বিয়েতে মায়ের কাছ থেকে উপহার পাওয়া সোনার দুলে অর্ষা

চরকি ফ্লিক ‘জাহান’-এ অর্ষা আর ইমরানের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে অনেকেরই মনে হয়েছিল, এটা শুধু অভিনয় নয়...এখানে অন্য কোনো ‘এক্স ফ্যাক্টর’ও আছে! জানুয়ারির এক সুন্দর সকালে ফেসবুকে নিজেদের বিয়ের ছবি শেয়ার করে সেই মনে হওয়াটাকে সত্যে পরিণত করেন নাজিয়া হক অর্ষা। কারণ, ছবিতে অর্ষার জীবনসঙ্গী আর কেউ নন, জাহানের সহ-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। অনেকেই সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেন যে অর্ষা-ইমরানই তাঁদের প্রিয় ‘কাপল অব দ্য সিটি’। তাই মেরিল–প্রথম আলো পুরস্কারের লালগালিচায় যে এই জুটি হাতে হাত রেখে উপস্থিত হবেন, তা যেন অনুমেয়ই ছিল। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক তাঁদের সাজপোশাক।

বরাবরই শেষ মুহূর্তে তৈরি হওয়া মানুষ অর্ষা। আগে থেকে কী পরবেন, কীভাবে সাজবেন—এগুলো নিয়ে বিশেষ ভাবেন না। বাঁশবাগানে বিয়ের ছবিতে অর্ষা–ইমরান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
মেরিল–প্রথম আলো পুরস্কারের লালগালিচায় পা রাখার জন্যও আলমারি খুলে হাত বাড়ালেন সফট ক্রেপ জর্জেটের গাঢ় মিষ্টি রঙের এই শাড়ির দিকে। বললেন, ‘আমি আসলে খেয়াল রাখি কোন অনুষ্ঠানে যাব, বাইরের আবহাওয়া বা তাপমাত্রা কেমন। তারপর আলমারি খুলে মানানসই, পছন্দসই একটা পোশাকের দিকে হাত বাড়াই।’
শাড়িতে নীল রঙে আঁকা ছিল ফুল–পাতার নকশা। এদিকে সঙ্গী ইমরানের পরনের শার্টটিতেও ছিল ফুল-পাতার নকশা!
মোস্তাফিজুর নূর ইমরানের পোশাকটি ছিল একেবারেই মিনিমাল। হালকা রঙের প্রিন্টের শার্ট, ঘিয়ে রঙের প্যান্ট, কালো চামড়ার স্যান্ডেল আর চোখে কালো ফ্রেমের চশমা—ব্যস এটুকুই। এত অনাড়ম্বরভাবে কে কবে লালগালিচা মাড়িয়েছেন!
নিজের মেকআপ নিজেই করেছেন অর্ষা। চোখে কাজল, সামান্য আইশ্যাডো, ঠোঁটে লিপস্টিক, মেকআপ যেটুকু না হলেই নয়
অর্ষার লুকে আলাদা করে নজরকাড়ে তাঁর কানের দুলজোড়া। সাবেকি ধাঁচের সোনার এই ভারী অলংকার-ই তাঁর সাজের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল। বললেন, ‘এই দুলজোড়া আসলে আমার মায়ের। বিয়েতে মা আমাকে দেন। সেভাবে তো পরাই হয়নি, আজ ভাবলাম পরে আসি।’ সব মিলিয়ে মেরিলের লালগালিচায় অর্ষা ছিলেন তাঁর চিরচেনা ছিমছাম, স্নিগ্ধ, ক্ল্যাসি লুকে