চরকি ফ্লিক ‘জাহান’-এ অর্ষা আর ইমরানের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে অনেকেরই মনে হয়েছিল, এটা শুধু অভিনয় নয়...এখানে অন্য কোনো ‘এক্স ফ্যাক্টর’ও আছে! জানুয়ারির এক সুন্দর সকালে ফেসবুকে নিজেদের বিয়ের ছবি শেয়ার করে সেই মনে হওয়াটাকে সত্যে পরিণত করেন নাজিয়া হক অর্ষা। কারণ, ছবিতে অর্ষার জীবনসঙ্গী আর কেউ নন, জাহানের সহ-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। অনেকেই সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেন যে অর্ষা-ইমরানই তাঁদের প্রিয় ‘কাপল অব দ্য সিটি’। তাই মেরিল–প্রথম আলো পুরস্কারের লালগালিচায় যে এই জুটি হাতে হাত রেখে উপস্থিত হবেন, তা যেন অনুমেয়ই ছিল। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক তাঁদের সাজপোশাক।