বছরে দুবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসে ফ্যাশনের হাট। প্রথমটি ফেব্রুয়ারিতে, পরেরটি সেপ্টেম্বরে। নাম, ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’। সেখানে বিশ্ব ফ্যাশনের রথী–মহারথীরা জড়ো হন তাঁদের সংগ্রহ নিয়ে। আন্তর্জাতিক ফ্যাশনেও পড়ে এই দুই ফ্যাশন সপ্তাহের ছাপ। ৯ সেপ্টেম্বর শুরু হওয়া এ বছরের দ্বিতীয় আসর শেষ হলো গতকাল ১৪ সেপ্টেম্বর। একনজরে দেখে নেওয়া যাক এবারের ফ্যাশন সপ্তাহের উল্লেখযোগ্য সংগ্রহ।