এক নজরে নিউ ইয়র্ক ফ্যাশন উইক ২০২২
এক নজরে নিউ ইয়র্ক ফ্যাশন উইক ২০২২

নিউইয়র্ক ফ্যাশন সপ্তাহে নজর কাড়ল কী

বছরে দুবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসে ফ্যাশনের হাট। প্রথমটি ফেব্রুয়ারিতে, পরেরটি সেপ্টেম্বরে। নাম, ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’। সেখানে বিশ্ব ফ্যাশনের রথী–মহারথীরা জড়ো হন তাঁদের সংগ্রহ নিয়ে। আন্তর্জাতিক ফ্যাশনেও পড়ে এই দুই ফ্যাশন সপ্তাহের ছাপ। ৯ সেপ্টেম্বর শুরু হওয়া এ বছরের দ্বিতীয় আসর শেষ হলো গতকাল ১৪ সেপ্টেম্বর। একনজরে দেখে নেওয়া যাক এবারের ফ্যাশন সপ্তাহের উল্লেখযোগ্য সংগ্রহ।

মাতৃত্ব ফ্যাশনে এ রকম কিছু আগে চোখে পড়েছে কি?
টমি হিলফিগারের শীতের সংগ্রহ দেখতে এসেছিলেন কেট মস, কোর্টনি কার্ডাশিয়ান ও ট্রেভিস বার্কার
এমন বুকখোলা কোট আপনি পরতেই পারেন এই শীতে, তবে ওপরে চাপাতে হবে একটা টপ
বসন্ত–গ্রীষ্ম সংগ্রহ ২০২৩–এর একাধিক শো হয়েছে ম্যানহাটনের কুপার হিউয়েট জাদুঘরে
বসন্ত আর গরমের সংগ্রহে রং গোলাপি আর মোটিফ ফুলেল। ঘুরেফিরে প্রাধান্য পেয়েছে গোলাপি, সাদা, হলুদ আর বেগুনির নানা শেড
ভেনেজুয়েলার ফ্যাশন ডিজাইনার ক্যারোলিনা হেরেরা বিশ্বের অনেক ফার্স্ট লেডির পোশাকের ডিজাইন করেছিলেন। নিউইয়র্কের ম্যানহাটনের প্লাজা হোটেলের লবিতে ছিল তাঁর শো
কোলাহলপূর্ণ নেপথ্য মঞ্চ
খোলা আকাশের তলেই তাঁর শীতের সংগ্রহ মেলে ধরেন মার্কিন ব্যবসায়ী ও ডিজাইনার টমি হিলফিগার। আকাশ থেকে তখন বরফ পরছে। কিছুক্ষণ পরপর পরিচ্ছন্নতাকর্মীরা এসে মঞ্চের বরফ সরিয়েছেন। কফি হাতে, ছাতা মাথায়, কাঁপতে কাঁপতে সেই সংগ্রহ দেখেছেন দর্শক
একজন মডেলের পেছনে থাকেন অনেক রূপসজ্জাকর আর কেশবিন্যাসশিল্পী, স্টাইলিশ
ফেন্দির সংগ্রহ গায়ে চাপিয়ে মঞ্চে আসেন বেলা হাদিদ
তাইওয়ানীয়–কানাডীয় ফ্যাশন ডিজাইনার জ্যাসন উয়ের সংগ্রহ ছিল মূলত অভিজাত কর্মজীবী নারীদের অফিস পোশাক নিয়ে
বসন্ত-গ্রীষ্ম সংগ্রহ তো এমন রঙিন হবেই!
ব্যাগলি মিশকার বসন্ত-গ্রীষ্ম সংগ্রহ ছিল বেশ ছিমছাম
শুধু পোশাকে নয়, সাজের ক্ষেত্রেও ক্রমশ ঘুচে যাচ্ছে লিঙ্গবৈষম্য। পোশাক আর গয়নার মতো সাজও এখন হতে চলেছে লিঙ্গনিরপেক্ষ!
টেডি ভন র‌্যানসনের ডিজাইন করা এই শার্ট ছেলেদের সংগ্রহের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন