স্কুলে বি প্রসাদ দাসকে নিয়ে সহপাঠীরা হাসাহাসি করত। হ্যাংলা-পাতলা গড়ন, গায়ের রং, ইংরেজি বলার ধরন—এসবই ছিল সহপাঠীদের হাসির কারণ। এ বছর মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশের দ্বিতীয় আসরের শিরোপা উঠেছে সেই বি প্রসাদ দাসের মাথায়। এ মুহূর্তে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মিস্টার ওয়ার্ল্ডের ১১তম আসরে, ভিয়েতনামে। জেনে নেওয়া যাক ২৪ বছর বয়সী, ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই তরুণ সম্পর্কে।