আলিয়ার শাড়িটি ৩০ বছরের পুরোনো, বানাতে সময় লেগেছে ৩৫০০ ঘণ্টা

ইনস্টাগ্রাম থেকে একনজরে দেখে নেওয়া যাক বলিউড তারকাদের ফ্যাশনেবল উপস্থিতি।

বডি জুয়েলারি এখন জনপ্রিয়তার তুঙ্গে। শাড়ির ব্লাউজে বডি জুয়েলারির ব্যবহার কয়েক বছর ধরেই আছে চলতি ধারায়
ছবি: সংগৃহীত
আলিয়া ভাট নামকরা ভারতীয় ফ্যাশন ডিজাইনার জুটি আবু জানি-সন্দ্বীপ খোসলার নকশা করা এই শাড়ি পরে যোগ দেন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত হোপ মেট গালায়। এই ইভেন্টের আয়োজকদের একজন আলিয়া ভাট। ‘সালামা বোম্বে’ ফাউন্ডেশনের হয়ে টাকা তুলছেন তিনি। এই অর্থ খরচ হবে ভারতের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের জন্য
শাড়িটি ৩০ বছরের পুরোনো। তৈরি করা হয়েছিল ১৯৯৪ সালে। শাড়িটি তৈরি করতে সময় লেগেছে ৩ হাজার ৫০০ ঘণ্টা। মসলিনের শাড়ির ওপর সিল্কের সুতা দিয়ে অ্যামব্রয়ডারি করা হয়েছে। ছিল জরির কাজ আর মুক্তার ব্যবহারও
এই শাড়ির সঙ্গে সাজ আর গয়না মিলিয়ে ছিল মিনিমালিস্টিক লুক। কানে পরেছিলেন এমারেল্ড পাথরের টপ। শাড়ির নকশা যাতে ভালোভাবে ফুটে ওঠে, তাই গলা খালি-ই রেখেছিলেন। এমনকি হাতে বা আঙুলেও ছিল না কোনো গয়না। চোখ আর ঠোঁটের সাজও যেটুকু না হলেই নয়, কেবল সেটুকুই
প্রথম দিন আলিয়া দেখা দেন মেরুন রঙের ভেলভেটের একটা ককটেল ড্রেসে। এই পোশাকেই অনুষ্ঠান উপস্থাপন করেন তিনি
মিনিমালিস্টিক মেকআপে কান রেখেছিলেন খালি, ডিপ নেকের পোশাকটির সঙ্গে পরেছিলেন সাদা আর নীল পাথরের হীরার চোকার
আজ দিয়া মির্জার জীবনসঙ্গী বৈভব রেখির প্রথম পক্ষের কন্যা সামাইরা রেখির ১৫তম জন্মদিন। জন্মদিনে মেয়ের সঙ্গে ছবি প্রকাশ করলেন দিয়া
ভালো মা হিসেবে নামডাক আছে দিয়ার। নিজের ছেলে আজাদ আর সামাইরার ভেতর কোনো পার্থক্য করেন না বলে একাধিকবার জানিয়েছে ভারতীয় গণমাধ্যমে
দক্ষিণ ভারতীয় তারকা তামান্না ভাটিয়ার পরনে যে পোশাকটি দেখছেন, সেটি শাড়ি
কয়েক বছর ধরেই শাড়ি নিয়ে ফ্যাশন বিশ্বে চলছে নিরীক্ষা। সেই ধারায় যোগ দিলেন তামান্না ভাটিয়া
চলমান আইপিএল খেলায় ভাইরাল হয়েছেন পাঞ্জাব কিংসের অন্যতম মালিক প্রীতি জিনতা। ৪৯ বছর বয়সী প্রীতির সৌন্দর্যে মুগ্ধ নেটিজেনরা
সামাজিক যোগাযোগমাধ্যমে একটা রিল ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেটার ক্যাপশনে যা লেখা, তার মর্মার্থ দাঁড়ায় অনেকটা এ রকম—সৌন্দর্যের দিক দিয়ে প্রীতি জিনতা নাকি এখনো হলিউড আর বলিউড তারকাদের দিব্যি পেছনে ফেলে দিতে পারবেন