কান চলচ্চিত্র উৎসব মানেই যেন আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় তারকাদের ‘ফ্যাশন মোমেন্ট’ তৈরির উৎসব। সময়ের সঙ্গে কানের লালগালিচা হয়ে উঠেছে ‘ফ্যাশন স্টেটমেন্টে’র অন্যতম বাৎসরিক উপলক্ষ। এ বছরও কানের লালগালিচায় দেখা দিয়েছেন অনেকে। তাঁদের ভেতর ঐশ্বরিয়া রাইয়ের পরপরই থাকবে বলিউডের তিন তারকা, উর্বশী রাউতেলা, কিয়ারা আদভানি ও শোভিতা ধুলিপালার নাম। আরেক বলিউড তারকা, ‘বিব্বোজান’ অদিতি রায় হায়দারিও এই মুহূর্তে রয়েছেন কানে। তবে এখন পর্যন্ত (সোমবার বেলা দুইটা) তাঁর কোনো লুক সামনে আসেনি। ছবিতে দেখে নেওয়া যাক ফ্রেঞ্চ রিভেরার উপকূলে বলিউডের এই ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের ক্যামেরাবন্দী লুক।