ভূমধ্যসাগরপাড়ে উর্বশী, কিয়ারা আর শোভিতার ফ্যাশন–মুহূর্ত

কান চলচ্চিত্র উৎসব মানেই যেন আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় তারকাদের ‘ফ্যাশন মোমেন্ট’ তৈরির উৎসব। সময়ের সঙ্গে কানের লালগালিচা হয়ে উঠেছে ‘ফ্যাশন স্টেটমেন্টে’র অন্যতম বাৎসরিক উপলক্ষ। এ বছরও কানের লালগালিচায় দেখা দিয়েছেন অনেকে। তাঁদের ভেতর ঐশ্বরিয়া রাইয়ের পরপরই থাকবে বলিউডের তিন তারকা, উর্বশী রাউতেলা, কিয়ারা আদভানি ও শোভিতা ধুলিপালার নাম। আরেক বলিউড তারকা, ‘বিব্বোজান’ অদিতি রায় হায়দারিও এই মুহূর্তে রয়েছেন কানে। তবে এখন পর্যন্ত (সোমবার বেলা দুইটা) তাঁর কোনো লুক সামনে আসেনি। ছবিতে দেখে নেওয়া যাক ফ্রেঞ্চ রিভেরার উপকূলে বলিউডের এই ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের ক্যামেরাবন্দী লুক।

ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে তৃতীয়বারের মতো কানে দেখা দিলেন উর্বশী রাউতেলা। এখন পর্যন্ত তিনটি লুকে দেখা দিয়েছেন তিনি। প্রথমটি কর্সেট ধরনের হট পিঙ্ক লেইসের গাউন
কাঁধে হাতার মতো করে রাফেল শ্রাগটি নজর কেড়েছে এই লুকে
দ্বিতীয়টিও কর্সেট ধরনের বডিকন কাঁধখোলা গাউন
লাল আর প্যাস্টেল ব্রাউনরঙা গাউনটির লাল পাফ হাতাটি পেছন থেকে দেখলে মনে হবে বড় একটা বোয়ের মতো। আর পেছনে ছড়ানো রয়েছে লাল কেপ। যেন সাগরের এক লাল রাজকন্যা!
তৃতীয় লুকে মহাজাগতিক সৌন্দর্য তুলে ধরা একটা মধ্যরাতের নীলরঙা স্ট্রাপলেস বলগাউনে
গলায় ছিল কাস্টম–মেড ‘ড্যান্সিং ফিশ’ গলার হার। পোশাক ছাপিয়ে হারটিই রয়েছে আলোচনায়
কিয়ারা আদভানি এ বছরই প্রথম পা রাখলেন বিশ্বখ্যাত এই চলচ্চিত্র উৎসবের লালগালিচায়
কিয়ারা গিয়েছেন রেড সি ফিল্ম ফাউন্ডেশনের আমন্ত্রণে। ‘উইমেন ইন সিনেমা’ সেশনে অংশ নেবেন। সেই সঙ্গে অংশ নেবেন এই আয়োজনের গালা ডিনারেও
প্রথম দিনেই প্রথম লুকে তিনি দেখা দিয়েছেন ডিপনেক লম্বা হাতার সাদা গাউনে। মনোক্রম গাউনের পেছনের ট্রেইনকে দিয়েছেন অপার স্বাধীনতা, সাগরপাড়ের হাওয়ায় উড়ছে সেটি। সঙ্গে ছিল নাটকীয় লম্বা বেলুন হাতা। অলঙ্কার বলতে কানে ঝুলেছে লম্বা মুক্তার দুল
পোশাকটি নকশা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেপালি ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুং। স্টাইলিস্ট হিসেবে ছিলেন লক্ষ্মী লেহর
এটা দ্বিতীয় লুক। হোটেলে চলছে শেষ মুহূর্তের ‘টাচআপ’
উৎসবের দ্বিতীয় দিনে তাঁর দেখা মেলে সত্তর দশকের পুরোনো হলিউড ‘বার্বি’ লুকে। পরনে ছিল কাঁধখোলা সিল্কের গাউন। কালো গোলাপি গাউনের পেছনের দিকে নজর কেড়েছে বড় মাপের গোলাপি একটি বো
কালো নেটের গ্লাভস, মাথায় খোঁপা, হাতে বেবি পিঙ্করঙা হিরের আংটি, গলায় হিরের হার আর এবার কান রেখেছিলেন খালি
শোভিতা ধুলিপালা দেখা দেন ভারতীয় ডিজাইনার নম্রতা জোশিপুরার ঝলমলে প্লিটেড মনোক্রোমিক বেগুনি জাম্পস্যুটে। তিনি গিয়েছেন আইসক্রিমের ব্র্যান্ড ম্যাগনাম ইন্ডিয়ার আমন্ত্রণে
পোশাকে নাটকীয়তা তৈরি করতে সেই জাম্পস্যুটের দুই হাতা থেকে শাড়ির আঁচলের মতো করে নেমে এসেছে লম্বা কেপ। এই পোশাকে এই আইসক্রিম ব্র্যান্ডের পার্টিতেও যোগ দেন শোভিতা
দ্বিতীয় লুকটি ছিল লম্বা হাতাওয়ালা, শরীর জড়ানো, সোনালি, চকমকে স্লিট মারমেইড গাউনে
শোভিতার ইনস্টাগ্রাম পোস্টের নিচে একজন মন্তব্য করেছে, ‘দেখে মনে হচ্ছে (আপনি) একটা সোনালি অস্কার।’