আক্দের অনুষ্ঠান হয় ঘরোয়াভাবেই। দুই পরিবারের হাতে গোনা কিছু মানুষের উপস্থিতিতেই হয়ে যায় পুরো আয়োজন। বিশেষ এই দিনে কনে সাজে থাকতে পারেন হালকা বা একটু ভারী সাজ। শাড়িকেই সাধারণত বেছে নেওয়া হয়। বিয়ের দিন যেহেতু লাল রঙের প্রাধান্য এখনো আছে কনে সাজে, আক্দের দিন শাড়ির রঙে থাকে ভিন্নতা। সাদা, সোনালি, ম্যাজেন্টা কিংবা গাঢ় বেগুনির মতো রঙেও সেজে স্বাচ্ছন্দ্য বোধ করেন কনেরা। মুক্তা, কাটা নকশা, কুন্দন কিংবা নবরত্নের গয়নায় সেজে ওঠেন নতুন বউয়েরা।
ম্যাজেন্টা রঙের এই জামদানি আক্দের জন্য আদর্শ। রঙে উজ্জ্বল কিন্তু ওজনে হালকা হওয়ায় কনে পরে আরাম পাবেন। হালকা সাজই বেছে নেওয়া হয়েছে এই শাড়ির সঙ্গে। দুল, মালা, সবুজ রঙের কাচের চুড়িতেই সাজে চলে এসেছে কনে ভাব। কপালে ছোট টিপ, চোখের নিচে সাদা কাজল, ওপরে আইলাইনারের টান, হালকা রঙের আইশ্যাডো, চুলের মাঝখানে সিঁথি করে পেছনে ক্লিপ দিয়ে আটকানো—বর্ণনা শুনতে যেমন ছিমছাম লাগছে, দেখতেও লাগছে গোছানো।
সাদা রঙের শাড়িতেও কনে সাজতে পারেন। মসলিনের ওপর পেটানো কাজ করা। সঙ্গে এমারেল্ড আর জারকন পাথরের গয়না বেছে নেওয়া হয়েছে। সাদা আর সবুজ রং একসঙ্গে থাকলে সাজে চলে আসে স্নিগ্ধতা আর অভিজাত ভাব। ছিমছাম মেকআপ আর খোঁপায় সাজ সম্পূর্ণ।
শাড়ির সঙ্গে কোটি পরতে পছন্দ করেন অনেকেই। আক্দের দিন চাইলে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন কিছুটা। সোনালি রঙের সিল্কের শাড়িটির ওপর ভরাট কাঁথা স্টিচের কাজ করা। ভিন্নতা আনতে কালো আর ম্যাজেন্টা আছে, এমন বেনারসি দিয়ে বানানো কোটি পরেছেন অভিনেত্রী সারিকা সাবাহ। এখন আবহাওয়া বেশ ঠান্ডা, চাদর বা সোয়েটারের বদলে কোটিতে বরং স্টাইলিশ লাগবে। চুল এখানেও খোলা, কপালে আছে টিকলি আর টিপ। সাজের বেজ হালকাই রাখা হয়েছে। লিপস্টিক হিসেবে বেছে নেওয়া হয়েছে মেরুন রংকে। নাকের নথ, গলার চোকার এবং সীতাহার ধাঁচের মালায় সাজানো হয়েছে সারিকা সাবাহকে। ভারী মনে করলে গলায় দুইটার বদলে যেকোনো একটি গয়নায়ও সেজে ওঠা যায়।
গাঢ় বেগুনি রঙের শাড়ির আভিজাত্য আলাদা। চোখ ফেরানো যায় না। অনেকেই আক্দের দিন একটু ভারী সাজতে চান। মাথায় টায়রা যোগ করলেই জমকালো ভাব চলে আসবে। এ ক্ষেত্রে মেকআপটা একদমই হালকা থাকতে পারে। লিপস্টিকের জন্য এখানে নুড রংকে বেছে নেওয়া হয়েছে। টান টান করে খোঁপা করা হয়েছে।
ভিন্টেজ স্টাইল ভালোবাসেন অনেকেই। আক্দের দিন এ ধারার সাজেও সেজে উঠতে পারেন চাইলে। গয়না আর চুলের সাজের ওপর প্রাধান্য দিতে হবে এ ক্ষেত্রে। মুক্তার গয়না আর কপালের কাছের চুলগুলোতে একটু ভাঁজ রাখতে পারলে ভালো হয়। সাজে বাহুল্য নেই একেবারেই। মেরুন লিপস্টিক, চোখে আইলাইনার আর হালকা বেজেই সাজ সম্পূর্ণ। নিচু করে বাধা খোঁপায় লাল অর্কিড লাগানো। মসলিন শাড়ির ওপর হাতে আঁকা ফুল আর জরির কাজ করা পাড় সাজটিতে পরিপূর্ণতা এনে দিয়েছে।