সেরেনা উইলিয়ামস যতটা টেনিস কোর্টের, প্রায় ততটাই ফ্যাশন ইন্ডাস্ট্রির। ‘ভোগ ইউএসএ’র সেপ্টেম্বরের সংখ্যার প্রচ্ছদ রচনায় নিজের অবসরের ঘোষণা দিলেন তিনি। ইউএস ওপেনের প্রথম দিনে দারুণ জয় পেলেন। তবে জয় ছাপিয়েও আলোচনায় সেরেনার পোশাক–আশাক। আরও স্পষ্ট করে বললে এক জোড়া জুতা। সেই জুতাজোড়ার বিশেষ বৈশিষ্ট্য হলো, সেখানে শোভা পাচ্ছে ৪০০ ছোট ছোট হীরার টুকরা।