সিউলে জয়ী ঢাকার জেসিয়া, প্রথম আলোকে যা বললেন

২০১৭ সালে যখন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন, জেসিয়া ইসলামের বয়স তখন সবে ১৮। চীনে ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১১৭টি দেশের প্রতিযোগীদের মধ্যে সেবার সেরা ৪০–এ স্থান করে নিয়েছিলেন জেসিয়া। বাংলাদেশের জন্য মিস ওয়ার্ল্ডে এটাই এখন পর্যন্ত সেরা ফল। এবার এশিয়া মডেল ফেস্টিভ্যাল ২০২৩–এ জেসিয়ার হাতে উঠল মডেল স্টার অ্যাওয়ার্ড। ছবিতে দেখে নেওয়া যাক বিস্তারিত...
অনুষ্ঠানটি আয়োজিত হয় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। জেসিয়া ইসলাম এবারই এখানে অংশ নেন। ৫ নভেম্বর সিউলে এশিয়া মডেল ফেস্টিভ্যাল ২০২৩–এর মঞ্চে জেসিয়াই একমাত্র বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জিতেছেন
ছবি: সংগৃহীত
এশিয়া মডেল ফেস্টিভ্যালের অংশ হিসেবে আরও অনুষ্ঠিত হয়েছে ‘ফেস অব এশিয়া ২০২৩’। ২৫টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বছরের ফেস অব এশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ফাবলিয়া খান ও বি প্রসাদ দাস
এ বছর ফেস অব বাংলাদেশ-এর সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয় অনলাইনে। ১০০ প্রতিযোগীর মধ্যে আট পুরুণ ও আট নারী প্রাথমিকভাবে নির্বাচিত হয়। এরপর অ্যাপের মাধ্যমে ভোটিং ও বিচারকদের নির্বাচন পর্ব শেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিজয়ী হন ফাবলিয়া ও বি প্রসাদ। ছবিতে আজরা মাহমুদ, বি প্রসাদ, জেসিয়া ও ফাবলিয়া
জেসিয়া এ বছর এই আয়োজনের ‘ফেস অব এশিয়া’ বিভাগে বিচারক হিসেবেও অংশ নেন
ছয় বছর ধরে জেসিয়া ইসলাম দেশের শীর্ষ সারির বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করেছেন
এ বছর মডেল স্টার অ্যাওয়ার্ড বিভাগে সাতটি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করে পুরস্কার হাতে তুললেন বাংলাদেশের জেসিয়া
জেসিয়া প্রথম আলোকে বলেন, ‘আমার জন্য এ রকম একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া “বিগ ডিল”। আর এটা সম্ভব হয়েছে আজরা মাহমুদের জন্য। তিনি আমার ওপর ভরসা করে আমাকে এ বছর নির্বাচিত করেছেন। এ জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ। আর আমি যে তাঁর সম্মান রাখতে পেরেছি, এ জন্য খুব ভালো লাগছে।’
বাংলাদেশের ফ্যাশন অঙ্গনে সুপরিচিত ও জনপ্রিয় মুখ আজরা মাহমুদ। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি) ফেস অব এশিয়া মডেল ফেস্টিভ্যালের বাংলাদেশের প্রতিনিধি। বাংলাদেশের মডেলদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করে দেওয়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান
ফেস অব এশিয়া, এশিয়া ওপেন কালেকশন ও এশিয়া মডেল অ্যাওয়ার্ডস—এ তিনটি ইভেন্ট ঘিরেই অনুষ্ঠিত হয় এশিয়া মডেল ফেস্টিভ্যাল। তাই এই আয়োজনকে এশিয়ার সংস্কৃতিকে বৈশ্বিকভাবে উপস্থাপনার একটি উপলক্ষও বলা যেতে পারে
এবারই প্রথম দক্ষিণ কোরিয়া গেলেন জেসিয়া। ২ নভেম্বর সিউলে গিয়েছিলেন। ৮ নভেম্বর ফিরবেন ঢাকা। ৬ আর ৭ তারিখ ঘুরে বেড়াবেন। ভিন্ন স্বাদের বৈচিত্র্যময় সব খাবারও চেখে দেখছেন জেসিয়া। তিনি বলেন, ‘আমি কোথাও ঘুরতে গেলে নতুন নতুন খাবার অবশ্যই ট্রাই করি।’
এ আয়োজনে একমাত্র বাংলাদেশি হিসেবে পুরস্কৃত হয়েছেন জেসিয়া ইসলাম। পুরস্কার প্রদানের রাতে তাঁর পরনে ছিল বাংলাদেশি ব্র্যান্ড কিনোর টকটকে লাল গাউন। গাউনটি ডিজাইন করেন জরিন রাশিদ। গাউনটি অনেকটা মনোক্রোম প্যান্ট আর টপ স্টাইলের, দুই পাশে ছড়ানো ট্রেইল এই গাউনের বিশেষত্ব। স্লিভলেস দুই হাতায় দুটি করে চারটি গোলাপ দিয়েছে চমক