এই জামাগুলো পুরোনো কাপড়ে তৈরি

পাশ্চাত্যের দেশগুলোয় পুরোনো জিনসের নতুন রূপে ব্যবহার যেমন বেশ জনপ্রিয়, তেমনি আমাদের এখানে জনপ্রিয় পুরোনো শাড়ি দিয়ে কাঁথার ব্যবহার। তবে এখন গুগল বা পিন্টারেস্টে খুঁজলেই দেখবেন যে পুরোনো কাপড়ে তৈরি হচ্ছে আরও নানা স্টাইলিশ ফ্যাশন অনুষঙ্গ। ব্যাগ, জুতা, হেয়ারব্যান্ড থেকে পোশাক—সবই ব্যবহৃত পোশাক থেকে তৈরি হচ্ছে নতুন আঙ্গিকে। আপনার আলমারিতেও নিশ্চয়ই জমে আছে অনেক শাড়ি। যেগুলো হয়তো আর তেমন পরা হবে না, সেসব শাড়ি দিয়ে বানিয়ে নিতে পারেন হাল ফ্যাশনের পোশাক। ব্যবহৃত শাড়ি থেকে নতুন ধারার কী রকম পোশাক হতে পারে, তার কিছু নমুনা থাকছে এই প্রতিবেদনে।

ক্যাজুয়াল ফ্রক
ছবি : কবির হোসেন
বক্স ফিটেড পোশাক
ফিউশন লেহেঙ্গা
ব্ল্যাক র‍্যাপার
ছয় ছাটের স্কার্ট