বছরের সেরা ফ্যাশন-মুহূর্ত তৈরিতে কানের লালগালিচার জুড়ি নেই। বছরের সেরা চলচ্চিত্র উৎসবে লালগালিচার ফ্যাশন নিয়ে আলোচনা প্রায়ই পুরস্কারকেও ছাপিয়ে যায়। এ বছর অস্কারজয়ী অস্ট্রেলিয়ান হলিউড অভিনেত্রী কেট ব্লানচেট কানের লালগালিচায় ফ্যাশন–মুহূর্ত তৈরির মধ্য দিয়ে বিশ্বকে জানান দিয়েছেন, তিনি ফিলিস্তিনের পক্ষে। অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হোক, সেই বার্তা দিলেন ভূমধ্যসাগরপারের গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র উৎসব থেকে।