বছরের সেরা ফ্যাশন-মুহূর্ত তৈরিতে কানের লালগালিচার জুড়ি নেই। বছরের সেরা চলচ্চিত্র উৎসবে লালগালিচার ফ্যাশন নিয়ে আলোচনা প্রায়ই পুরস্কারকেও ছাপিয়ে যায়। এ বছর অস্কারজয়ী অস্ট্রেলিয়ান হলিউড অভিনেত্রী কেট ব্লানচেট কানের লালগালিচায় ফ্যাশন–মুহূর্ত তৈরির মধ্য দিয়ে বিশ্বকে জানান দিয়েছেন, তিনি ফিলিস্তিনের পক্ষে। অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হোক, সেই বার্তা দিলেন ভূমধ্যসাগরপারের গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র উৎসব থেকে।
ফিলিস্তিনের পতাকায় চারটি রং। কালো, সাদা, সবুজ আর লাল। কেটের পরনের গাউনে তিনটি রং। সামনে কালো, পেছনে সাদার মতো বেবি পিঙ্ক আর ট্রেইলের ভেতরের অংশে সবুজ। ভাবছেন লাল রংটা কোথায়? সেটা গালিচায়! লালগালিচার লাল রং সম্পূর্ণ করেছে ফিলিস্তিনের পতাকাস্ট্র্যাপলেস গাউনটির ওপরের অংশে কাঁধ বরাবর কেট একটি হীরা আর মুক্তার হার জড়িয়েছেন আড়াআড়ি। সেটাকে মনে হচ্ছে শরীর জড়ানো (বডি হাগিং) মিনিমালিস্টিক গাউনের বডি জুয়েলারিফরাসি ফ্যাশন ব্র্যান্ড জ্যঁ পল গতিয়ের হয়ে কাস্টম-মেড পোশাকটি তৈরি করেছে কলম্বিয়ান-ফরাসি ফ্যাশন ডিজাইনার হায়দার অ্যাকেরম্যানএই পোশাকের সঙ্গে তেমন আহামরি কোনো গয়না বা মেকআপ করেননি কেট। কাঁধ পর্যন্ত লম্বা সোনালি চুলগুলোকে খুলে রেখেছেন। পায়ে কালো, বেবি পিঙ্করঙা উঁচু জুতা আর কানে একটা ছোট্ট দুল। হাতে আংটি বা ব্রেসলেট—কিছু্ই পরেননি ৫৫ বছর বয়সী চার সন্তানের এই মাআগেও ‘আর্টিস্ট ফর সিজফায়ার’ পিনের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন জানান ইউরোপিয়ান পার্লামেন্টের উদ্দেশে জাতিসংঘের শরণার্থী সংস্থার এই দূত বলেন, ‘আমি সিরিয়ান নই। নই আফগান। দক্ষিণ সুদান থেকেও আসিনি। ইসরায়েল বা ফিলিস্তিনিও নই। নই কোনো রাজনীতিবিদ বা ধর্মপ্রচারক। আমি একজন প্রত্যক্ষদর্শী। আমি দেখেছি, কী ঘটেছে, ঘটছে। আমি তার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এই আগ্রাসন বন্ধ হোক।’ ফ্যাশন সম্পূর্ণভাবে রাজনৈতিক। ফ্যাশন শিল্পেরই একটা প্রকাশ। আর শিল্প কীভাবে অরাজনৈতিক, নিরপেক্ষ হয়? ফ্যাশন, পোশাক, বুনন—সবই রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। আর এবার ফ্যাশনের মাধ্যমেই কানের লালগালিচায় ফিলিস্তিনবাসীর প্রতি নিজের সহানুভূতি, সহমর্মিতার জানান দিলেন কেটদুবার অস্কারজয়ী হলিউড তারকা কেট ব্লানচেট ২০২৩ সালের ১৭ অক্টোবর ইসরায়েল হামলার শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করে এই হত্যাকাণ্ডের বিপক্ষে নিজের শক্ত অবস্থান জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় কানের লালগালিচায় ফিলিস্তিনের পতাকার রঙের পোশাকে আরও একবার গাজাবাসীর প্রতি নিজের সমর্থন জানালেন ইনস্টাগ্রামে, টুইটারে কেটের এই ছবি ভাইরাল হতে সময় লাগেনি। সেখানে ভক্তরা কেটের ফ্যাশন বিশ্লেষণ করে জানিয়েছেন, কেটকে দেখাচ্ছেও খুবই স্টাইলিশ। বিশ্বের সবচেয়ে আন্তর্জাতিক চার রং হলো কালো, সাদা, সবুজ আর লাল! ফ্যাশনে চার রং সব সময়ই প্রাসঙ্গিক। এই চার রঙের আবেদন কখনো ফুরানোর নয়। আর কেট সেই চার রংকেই তুলে ধরেছেন। অনেকেই জানিয়েছেন, এত মিনিমালিস্ট অথচ এত মার্জিত আর রাজকীয়—কেটের লুকের কোনো তুলনা হয় নাআরেকজন লিখেছেন, ‘তিনি খুব ভালোভাবেই জানতেন, কী করতে চলেছেন। পোশাকের ভেতর দিয়ে কী বলতে চাইছেন, এ বিষয়ে শতভাগ সচেতন ছিলেন তিনি।’