জেনে নিন ২০২৪ সালের ফ্যাশনধারায় কোন কোন অনুষঙ্গ জনপ্রিয় ছিল

বছরজুড়েই ছিল জাঙ্ক জুয়েলারি আর ধাতব গয়নার রাজত্ব। ট্রেন্ডে ছিল লম্বা চুলের সাজ, স্টাইলিশ টোট ব্যাগ আর নজরকাড়া রোদচশমা। একনজরে দেখে নেওয়া যাক, বছরজুড়ে ফ্যাশনধারায় জনপ্রিয়তা পেয়েছে কোন কোন অনুষঙ্গ।

টোট ব্যাগে সারা বেলা

ছোট কিংবা বড়—যে যাঁর সুবিধামতো টোট ব্যাগ বেছে নিয়েছেন এ বছর।
ছবি: কবির হোসেন

ছোট কিংবা বড়—যে যাঁর সুবিধামতো টোট ব্যাগ বেছে নিয়েছেন এ বছর। চামড়া, রেক্সিন, কাপড়, প্লাস্টিক ইত্যাদি উপকরণে তৈরি টোট ব্যাগের সঙ্গে হাতে হাতে ঘুরেছে বাঁশ, বেত, সুতা, পাটে তৈরি ব্যাগ।

ছোট ব্যাগের মধ্যে নজর কেড়েছে চকচকে ধাতবের পার্টি ব্যাগ। নকশায় ভিন্নতা আনতে ব্যাগের হাতলে ছিল চেইন, মুক্তা আর বিডস।

দেখার মতো রোদচশমা

রোদচশমায় ক্যাটস আই বা কৌণিক ধাঁচের শেডগুলো বেশি চলেছে।

পাশ্চাত্যের নামীদামি রোদচশমার ব্র্যান্ডগুলো থেকে অনুপ্রাণিত নকশা চোখে পড়েছে। কালো, খয়েরি ফ্রেমের পাশাপাশি দেখা গেছে লাল, হলুদ, কমলা ও হালকা নীল রঙের ফ্রেম।

ক্যাটস আই বা কৌণিক ধাঁচের শেডগুলোও চলেছে।

চুলের অনুষঙ্গ

চুলে দেখা গেছে কড়ি, পুঁতি, লেস ছাড়াও ধাতব নকশার গয়নার ব্যবহার

কখনো খোলা, কখনোবা বাঁধা—ইচ্ছেমতো স্টাইলে বছরজুড়েই দেখা গেছে লম্বা চুল। ব্যান্ড, ক্লিপ, কাঁটা ইত্যাদির পাশাপাশি চুলে জায়গা করে নিয়েছে নানা রকম গয়না, যা সাধারণ সাজপোশাককে নিমেষেই করে তুলেছে অসাধারণ।

রঙিন ফিতার সঙ্গে চুলে দেখা গেছে কড়ি, পুঁতি, লেস ছাড়াও ধাতব নকশার গয়না।

হালকা বেজ, হালকা মেকআপ

ছিল মোটা করে ভুরু আঁকার চল

 একটু মোটা করে ভুরু আঁকা, চোখেও মোটা করে আইলাইনার দেওয়ার প্রচলন ছিল এই বছর। বেজটা হালকা রেখে এর ওপরেই চলছে যোগ–বিয়োগের খেলা।

গয়নার নকশায় বৈচিত্র্য

গতানুগতিক মাপ আর নকশার বাইরে বড় আকারের গয়নার চল ছিল এবার

অলংকারে এ বছর অগ্রাধিকার পেয়েছে ধাতব গয়না। সুতা, পুঁতি, এমনকি শুকনা ফুল, ঝরা পাতা, নানা রকম কাপড়ের গয়নাও দেখা গেছে।

গতানুগতিক মাপ আর নকশার বাইরে বড় আকারের গয়নায় ছিল চোখজুড়ানো সব প্রাকৃতিক ও জ্যামিতিক প্যাটার্ন এবং উজ্জ্বল রঙের ছড়াছড়ি।