মিলান ফ্যাশন উইকে কী পরেছিলেন তাঁরা

ফ্যাশনের শহরে বসেছিল ফ্যাশনের মিলনমেলা। ২৫ সেপ্টেম্বর ইতালির মিলানে সাঙ্গ হয়েছে সেই মেলা। মিলান ফ্যাশন উইকের এই মেলায় হাজির হয়েছিলেন বলিউড–হলিউডের নামকরা তারকারা। একনজরে দেখে আসা যাক, ফ্যাশনের শহরে কেমন চমক দেখালেন তাঁরা।

বলিউডের আরেক তারকা সোনম কাপুরও মাতিয়েছেন মিলানের মঞ্চ। তাঁর পরনে ছিল মিডনাইট ব্লু রংয়ের ডিপ নেক গাউন। গাউনের রংয়ের সঙ্গে মিলিয়ে চোখ সাজিয়েছিলেন এই তারকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
কয়েক মাস আগেই গুচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন আলিয়া ভাট। এর পর থেকেই বিশ্ব–ফ্যাশনের আলোচনায় এই বলিউড তারকা। গুচির সঙ্গে মিলে কীভাবে নিজেকে নতুনভাবে তৈরি করেন আলিয়া, সেই দিকেই ছিল সবার নজর। মিলানে আলিয়ার পরনে ছিল নীল জিনস, নিয়ন সবুজ টি-শার্ট। চোখে ছিল গুচির আইকনিক সানগ্লাস। হাতেও একই ব্র্যান্ডের ১৯৬১ ব্ল্যাক জ্যাকি কালেকশনের ব্যাগ
ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক প্রেমিকা ইরিনা শায়েকও ছিলেন মিলান ফ্যাশন উইকের আসরে। বেশ কয়েকটি লুকে হাজির হয়েছিলেন রাশিয়ান এই মডেল। প্রথম দিন হাজির হয়েছিলেন ফ্যাশন হাউস আলবার্তা ফেরেত্তির ফ্যাশনেবল গাউনে। ফ্যাশন উইকের দ্বিতীয় দিন ইরিনাকে দেখা গেছে ডলচে অ্যান্ড গাবানার কালো ওভারকোটে। র‍্যাম্পে হাঁটার সময় ওভারকোট দিয়েই পুরো শরীর ঢেকে রেখেছিলেন তিনি
হলিউডে গুয়েনডলিন ক্রিস্টির পরিচয় ‘বিগ বিউটি’। মিলানে ফ্যাশন ব্র্যান্ড ফেন্দির পোশাকে এসেছিলেন ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার অভিনেত্রী। ‘ওয়েনেসডে’ ও ‘গেম অব থ্রোনস’–খ্যাত এই তারকার লুক ছিল বেশ সাধারণ। গায়ে সাদা শার্ট আর ধূসর প্যান্ট, অনেকটা ফরমাল লুকেই হাজির হয়েছিলেন তিনি
‘ডক্টর স্ট্রেঞ্জ’ ও ‘শার্লক’–খ্যাত ব্রিটিশ অভিনেতা হাজির হয়েছিলেন ফ্যাশন ব্র্যান্ড প্রাদার আমন্ত্রণে। তাঁর পরনে সাদা ফুলেল শার্ট ও কালো প্যান্টের সঙ্গে ছিল ধূসর ওভারকোট
অ্যাভেঞ্জার্স সহ-অভিনেতার মতো স্কারলেট জোহানসনও হাজির হয়েছিলেন প্রাদার নিমন্ত্রণে। ‘অল ব্ল্যাক’ লুকে হাজির হয়েছিলেন স্কারলেট। পরনে প্রাদার ক্রিসক্রস নেকলাইনের মিনি ড্রেস, হাতে প্রাদার পার্স আর পায়ে কালো হিল; মঞ্চে না হেঁটেও ‘অল ব্ল্যাক’ লুকে সবার নজর কাড়েন স্কারলেট
‘হ্যারি পটার’ তারকা এমা ওয়ায়টসনও বেছে নিয়েছিলেন অল ব্ল্যাক লুক। কালো প্রাদা পার্সের সঙ্গে ছিল কালো মিনি ড্রেস
‘বার্বি’ তারকা রায়ান গসলিং ছিলেন গুচির অনুষ্ঠানে। সাদা টি-শার্টের ওপরে চামড়ার তৈরি কালো কোট দিয়েই তৈরি হয়েছিল গসলিংয়ের লুক
অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেটও এসেছিলেন অল ব্ল্যাক লুকে। জর্জিও আরমানির শোতে কেটের পছন্দ ছিল ডিপ নেকের কালো ড্রেস। পুরো পোশাকজুড়ে ছিল চুমকির কাজ। পায়ে পরেছিলেন কালো হাইহিল