১৪ বছর পর ঢাকায় এসে যা বললেন অর্জুন রামপাল

৬ জুন দ্বিতীয়বারের মতো ঢাকায় পা রাখেন বলিউড তারকা, প্রযোজক ও মডেল অর্জুন রামপাল। ৭ জুন হাঁটলেন দেশীয় লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড জুরহেমের শোতে। ৮ জুন ফিরে গেছেন ভারতের মুম্বাইয়ে। এর আগে বাংলাদেশে অর্জুন এসেছিলেন ২০১০ সালের ডিসেম্বরে। সেবার শাহরুখ খান ও রানী মুখার্জির সঙ্গে আর্মি স্টেডিয়ামে ‘কিং খান লাইভ ইন ঢাকা’ কনসার্টে অংশ নেন। জুরহেমের নতুন নতুন সংগ্রহের প্রতিটি শোতে খুব অল্প মানুষ আমন্ত্রিত থাকেন। সংখ্যাটা সাধারণত ২৫০ জন। রানওয়ে এমনভাবে সাজানো হয়, যেন মনে হয় দর্শকও শোয়ের একটা অংশ। তবে এবার অর্জুন রামপাল আসায় আরও বেশি মানুষকে আমন্ত্রণ জানিয়েছিল জুরহেম। সংখ্যাটা অবশ্য ৩২০–এর বেশি ছিল না। আমন্ত্রিত অতিথিদের বেশির ভাগই ছিলেন ব্র্যান্ডটির প্রথম সারির ক্রেতা।

লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড জুরহেমের শোতে শো স্টপার হিসেবে আমন্ত্রিত হয়ে আসেন বলিউড তারকা অর্জুন রামপাল। ৬ জুন ঢাকায় পা রাখেন তিনি। অংশ নেন মহড়ায়
৭ জুন সন্ধ্যায় র‌্যাম্পে হাঁটেন অর্জুন। বাংলাদেশে তাঁর ভক্তদের একাংশের সঙ্গে দেখা করে ‘খুব খুশি’ ছিলেন এই তারকা। এ সময় তাঁর পরনে ছিল নীল শার্ট, কালো প্যান্ট আর প্রবালের শরীরের টেক্সচার থেকে অনুপ্রাণিত সোনালি রঙের কারুকাজ করা ত্রিমাত্রিক মোটিফের কালো ব্লেজার
মঞ্চে জুরহেমের ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনিরের সঙ্গে কথোপকথনে অংশ নেন অর্জুন। উপস্থিত দর্শকের কয়েকটি প্রশ্নের উত্তরও দেন তিনি
অর্জুন জানান, দ্বিতীয়বারের মতো ঢাকায় এসে তিনি যারপরনাই উচ্ছ্বসিত। বলেন, ১৪ বছরে ঢাকা বদলে গেছে অনেকটাই, আরও আধুনিক হয়েছে
অর্জুন ছিলেন রাজধানীর পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে
অর্জুনের মেকআপ করেছেন গালা মেকওভার স্টুডিও অ্যান্ড সেলুনের স্বত্বাধিকারী নাভিন আহমেদ ও তারেক। নাভিন ও অর্জুন
জুরহেমের এই বিশেষ শো হয়েছে ‘আন্ডারওয়াটার থিম’–এ। ফলে রানওয়ে সাজানো হয় একটা জলজ পরিবেশের আবহে। এখানেই হয়েছে র‌্যাম্প শো
এই শোতে আরও অংশ নেন তানজিয়া জামান মিথিলা, ইমি, শিরিন শিলা, মারিয়া, নিবিড় আদনান, আজিম–উদ্–দৌলা, রাজসহ দেশের প্রথম সারির বেশ কজন মডেল
কজন ভিনদেশি মডেলও হেঁটেছেন রানওয়েতে। সব মিলিয়ে ৪৯ জন মডেল অংশ নেন এই শোতে
শোয়ের কোরিওগ্রাফি করেন আজরা মাহমুদ, মডেল আজিমের সঙ্গে আজরা
এই সংগ্রহের সব কটি পোশাক ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার মেহরুজ মুনির
লাক্সারি ফ্যাশন যে টেকসই হতে পারে, সেটিই ছিল এই সংগ্রহের উপজীব্য
মঞ্চে অর্জুন বলেন, ‘আপনারা কাপড়চোপড় কিনে আলমারি ভর্তি করা বন্ধ করুন। ভবিষ্যতের পৃথিবীর কথা ভেবে হাত বাড়ান টেকসই ফ্যাশনের দিকে।’
কেন শো স্টপার হিসেবে অর্জুন রামপালকে বেছে নিলেন? জানতে চাইলে জুরহেমের চেয়ারম্যান সাদাত চৌধুরী বলেন, ‘অর্জুন রামপাল কেবল প্রথম সারির বলিউড তারকাই নন। তিনি একজন পেশাদার মডেলও। আমাদের ব্র্যান্ডের ইমেজের সঙ্গে অর্জুনের ইমেজ মেলে। তা ছাড়া আমাদের যাঁরা উদ্দিষ্ট ক্রেতা, তাঁদের বয়স ৩০–৫০–এর মধ্যে। তাঁরা যে সময়ে বড় হয়েছেন, ৯০–এর দশক বা শূন্য দশকে অর্জুন বড় তারকা ছিলেন। সব মিলিয়ে অর্জুনকে আমন্ত্রণ জানানো।’