আম্বানিদের বিয়েবাড়ি থেকে ভাইরাল হ্যাপি, আলোচনায় দুই কোটি রুপির ঘড়ি
আম্বানিদের বিয়েবাড়ি থেকে একের পর এক ছবি ভাইরাল হচ্ছে। আলোচনার সৃষ্টি করছে। একনজরে দেখে নেওয়া যাক সেসব।
জীবনযাপন ডেস্ক
আপনি কি আম্বানি বাড়ির গুরুত্বপূর্ণ সদস্য হ্যাপি আম্বানিকে চেনেন? এই হ্যাপিই নাকি এই মুহূর্তে বিশ্বের ‘সবচেয়ে দামি’ কুকুর। আম্বানিদের পারিবারিক ছবিতে দেখা গেছে তাকেবিয়েতে অনন্ত আম্বানির সঙ্গে মিলিয়ে হ্যাপি ‘পরেছিলেন’ গোলাপি রঙের শেরওয়ানি। হ্যাপি ও ইশা আম্বানির মেয়ে আদিয়ার এই ছবি এখন ভাইরাল। অনেকেই ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘হ্যাপি, দ্য হ্যাপিয়েস্ট।’ অনেকে আবার লিখেছেন, ‘হ্যাপির মতো সুখে আর কেউ নেই।’শাহরুখ খান, রণবীর সিংসহ বরের সঙ্গীদের উপহার দেওয়া হয়েছে এই ঘড়ি। গোলাপি সোনায় তৈরি প্রতিটি ঘড়ির দাম দুই কোটি রুপিবিয়ের আনুষ্ঠানিকতা শেষে পশ্চিমা রীতির মতো করে কনেকে চুমু খেয়েছেন অনন্ত আম্বানি। এই ছবিও ভাইরালবিয়ের আনুষ্ঠানিকতা শেষে অনন্ত রাধিকাকে মালা পরিয়ে দিচ্ছেন। ছবি, ভিডিওতে স্পষ্ট—এই বিয়েতে সবচেয়ে খুশি হয়েছেন, তিনি আর কেউ নন, অনন্ত আম্বানি। অনন্ত আগেই বলেছিলেন, তিনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। তিনি যে আসলেই সেটি বিশ্বাস করেন, ছবিতে তার ছাপ আছেরাধিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন অনন্ত
খাবারের সামনে কিম কার্ডাশিয়ানের পোজ কিম কার্ডাশিয়ান ও ইশা আম্বানিইশা ও কিমের আরও একটা ছবি জনপ্রিয় মিসরীয় ইনফ্লুয়েন্সার রানিয়া ইয়েলিয়া ছবি তুলেছেন মুকেশ আম্বানিসহ বলিউড তারকাদের প্রায় সবার সঙ্গে
দক্ষিণ ভারতীয় তারকা মহেশ বাবুর মেয়ে সিতারাকে নিয়ে চলছে আলোচনা। আগত প্রায় সব তারকার সঙ্গেই সিতারার ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমেগায়েহলুদে রাধিকার ফুলের ওড়নার পাশাপাশি আলোচনায় খোঁপার পদ্মফুলশেরওয়ানি পরে বলিউডের গানে নেচেছেন জন সিনা প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসও নেচেছেন ‘চিকনি চামেলি’ গানেভারতীয় পেশাদার রেসলার দ্য গ্রেট খালির সঙ্গে মুকেশ আম্বানি নববধূ রাধিকা আম্বানিকে অভিনন্দন জানাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এম এস ধোনি