যে প্রশ্নের উত্তর দিয়ে ভাইরাল প্রথম ‘মিসেস’ ও মা

মিস ইউনিভার্স এমন একটা সুন্দরী প্রতিযোগিতার নাম, যেটা নিয়ে অভিযোগ আর সমালোচনা যেমন আছে, তেমনি কৌতুহল আর আগ্রহেরও কমতি নেই। সত্যি সত্যি এই সুন্দরী প্রতিযোগিতা নারীকে ক্ষমতায়িত করে কিনা, তা নিয়েও চলেছে দফায় দফায় বিতর্ক। তবে সময়ের সঙ্গে এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া নারীরা তাঁদের মেধা, যোগ্যতাকে বিকশিত করে হেঁটেছেন অনেকটা পথ। সময়ের সঙ্গে মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিয়ম কানুনও পেয়েছে গ্রহণযোগ্যতা। ২০২২ সালে নিয়ম বদলে এই প্রতিযেগিতায় বিবাহিত মেয়েদেরও অংশ নেবার সুযোগ করে দেওয়া হয়। এ বছরই প্রথমবার মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে পা রেখেছেন এক মা। বিবাহিত ও মা হিসেবে ৭২তম মিস ইউনিভার্সের মঞ্চে সেরা পাঁচের মধ্যে ঢুকে ইতিহাস তৈরি করেছেন। দেখে নেওয়া যাক কে এই মিস কলম্বিয়া ক্যামিলা অ্যাভেলা। জেনে নেওয়া যাক কোন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি।
এবারের মিস কলম্বিয়া হলেন ২৮ বছর বয়সী ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার ক্যামিলা অ্যাভেলা। তিন বছর হলো ‘মিসেস’ হয়েছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২৮ বছর বয়সী ক্যামিলা অ্যাভেলা একজন মা–ও বটে
প্রশ্ন–উত্তর পর্বে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, আজ যদি তাঁর জীবনের শেষ দিন হয়, কীভাবে সেটা পার করতে চান তিনি?
উত্তরে ক্যামিলা বলেন, ‘আমি সেটাই করছি। কারণ, আমি এখানে। প্রথমবারের মতো কোন মা এই মঞ্চে দাঁড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করছে। একজন নারী, একজন মা হিসেবে আমি বাঁধাধরা নিয়ম ভেঙে সামনে এগোচ্ছি। আমি চাই এই ধারা অব্যাহত থাকুক। প্রতিবছর বিবাহিত মেয়েরা, মায়েরা মিস ইউনিভার্সের মঞ্চে এসে দাঁড়াক। কেননা, তাঁরা সমান সুন্দর, সম্ভাবনাময় আর আরও বেশি শক্তিশালী।’
প্রতি বছর সেরা পাঁচজনকে মিস ইউনিভার্সের মঞ্চে প্রশ্নোত্তর পর্বে প্রশ্নের উত্তর দিতে হয়। এ বছর ক্যামিলা অ্যাভেলার ৩০ সেকেন্ডের উত্তরের পর বিচারকদের প্যানেল থেকে উপস্থিত দর্শক সবাই স্বাগত জানায়।
স্প্যানিশ ভাষাতেই প্রশ্নের উত্তর দেন ক্যামিলা। সেই প্রশ্ন–উত্তর এখন ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নানা অনুপ্রেরণামূলক ক্যাপশন দিয়ে নেটিজেনরা তাঁকে জানাচ্ছেন শুভেচ্ছা আর অভিনন্দন
ক্যামিলা পেশাদার টেনিস খেলোয়াড়।  ১০ বছর বয়স থেকে টেনিস খেলেন তিনি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন
সামাজিক যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে তিনি স্নাতক। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও তাঁর নামডাক আছে। ইনস্টাগ্রামে তাঁর ভক্তসংখ্যা ছাড়িয়ে গেছে আট লাখ
পাশাপাশি মডেলিংও করেন এই ‘সুন্দরী’
২০২০ সালে করোনা মহামারিকালে প্রেমিক, মুসলিম উদ্যোক্তা নাসিফ কামলেকে বিয়ে করেন ক্যামিলা
তরুণ সফল ব্যবসায়ী হিসেবে লাতিন আমেরিকান টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে নামডাক আছে ক্যামিলার জীবনসঙ্গী নাসিফের
ক্যামিলা ও নাসিফ দম্পতির ২ বছরের একটা কন্যা আছে, নাম অ্যামেলিয়া