শাড়ি নিয়ে পরীক্ষা–নিরীক্ষার শেষ নেই। এই গাউন শাড়ি, রেডিমেড শাড়ি, ডেনিমের সঙ্গী শাড়ি, জিনসের সঙ্গে শাড়ি—এগুলো তো আছেই। তবে নতুন করে আবার ট্রেন্ডে উঠে এসেছে ঐতিহ্যবাহী আর অভিজাত সব শাড়ি। এর পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আম্বানি বাড়ির বউ নীতা আম্বানি থেকে শুরু করে বলিউডের রথী–মহারথীরা। সেই আমলের রেখা (যদিও রেখা সব সময়ই প্রাসঙ্গিক, ৬৯–এ দাঁড়িয়েও তরুণ) থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ পেরিয়ে এ সময়কার ‘জেন জি’ জাহ্নবী কাপুর—ঐতিহ্যবাহী শাড়িতে দেখা দিচ্ছেন সবাই।
ভারতীয় গণমাধ্যম বলছে, নস্টালজিয়ার টানেই একে একে বলিউড তারকারা সবাই ওয়ার্ডরোব থেকে বের করছেন মা, দাদি, নানি বা খালার শাড়ি অথবা তাঁদের উপহার দেওয়া শাড়ি বা এমন শাড়ি, যার আবেদন সব সময়ই বর্তমান। পুরোনো ধাঁচের শাড়িকে আবার নতুন করে ট্রেন্ডে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, কৃতি শ্যাননের মতো বলিউডের প্রথম সারির তারকারাও। সঙ্গে আছেন মাধুরী দীক্ষিত, কাজল আর রানী মুখার্জিরাও। শাড়ি এখন পরা হচ্ছে ‘শাড়ির মতো করেই’। কদর বাড়ছে বেনারসি, সিল্ক, কাঞ্চিভরম, খাদির সঙ্গে নেট, জর্জেট আর চুমকির শাড়ি। চোখ বুলিয়ে নেওয়া যাক সাম্প্রতিক কালের ফ্যাশন আলোচনায় আসা ঐতিহ্যবাহী শাড়িগুলোতে।
প্রিয়াঙ্কা চোপড়া কিছুদিন আগে সাদা জমিনে ছোট ছোট নীল ফুলের প্রিন্টের ঐতিহ্যবাহী শাড়িতে মুম্বাইয়ের সমুদ্রসৈকতে ছবি তুলে ভাইরাল হয়েছেনপ্রিয়াঙ্কার পরনে সারা শরীরে চুমকির কাজ করা জর্জেটের মনোক্রম এই শাড়িটি দেখুনলাল নেটের কাপড়ের ওপর চুমকি আর এমব্রয়ডারি করা পাড়ের এই ধরনের একটি শাড়ি কম বেশি অনেকেরই আছে ক্যাটরিনা কাইফের পরনের এই লাল শাড়িটি দেখে মনে হবে, আগে কোথাও দেখেছেন। একবার নয়, একাধিকবার। তবে শাড়িটি তিনি যে কাট আর নকশার ব্লাউজের সঙ্গে স্টাইল করেছেন, সেটি আধুনিক ধাঁচেরতবে ক্যাটরিনার পরনের হলুদ জমিনের সোনালি পাড়ের গারদের এই শাড়ি ও শাড়ি পরার স্টাইল একেবারেই চেনাকৃতি শ্যাননও ভালোবাসেন পুরোনো দিনের ঐতিহ্যবাহী সব শাড়ির কালেকশন কৃতি শ্যাননের এই মনোক্রোম এমব্রয়ডারি করা বেবি পিঙ্কের শাড়ি আর প্রিন্টের ব্লাউজ দেখে আপনি মেমোরি ফ্ল্যাশব্যাকে কি নাইনটিজে ফিরে যাননি?জাহ্নবী কাপুরের পরনের এই মনোক্রোম সিল্কের শাড়ির এমব্রয়ডারির কাজ একটা নস্টালজিয়ার অনুভূতি দিচ্ছে না?আলিয়া ভাটের বিয়ের শাড়িটি আবার পরেছিলেন জাতীয় পুরস্কার গ্রহণের দিনশাড়ি যে ফিউশন হতে হতে হঠাৎ করেই ইউটার্ন নিয়ে পুরোনো দিনের ঐতিহ্যবাহী শাড়িকে ট্রেন্ডে নিয়ে এল, এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দীপিকা পাড়ুকোনের। এই সাদা জমিনের কালো সিকুইন পাড়ের স্টেটমেন্ট শাড়িটি এখন অনেকের আলমারিতেই ঠাঁই পেয়েছেআম্বানি পরিবারের একমাত্র মেয়ে ইশা আম্বানির পরনে মনীশ মালহোত্রার নকশা করা শাড়িতে ধরা দিয়েছে ঐতিহ্য আর আধুনিকতা