সোয়েটার ছাড়া কি আর শীত যায়

দাদি-নানিদের হাতে উলের বল আর দুটি কাঠি নিয়ে বিকেলের অবসর কাটানোই বলে দিত, শীত আসতে আর দেরি নেই। সেসব বিকেল আজ অতীত। তবে এখনো সমানভাবে প্রাসঙ্গিক ফ্যাশনেবল ও চাহিদার তুঙ্গে উলের সোয়েটার। শীত আসবে আর আলমারি থেকে ভাঁজ ভেঙে রংবেরঙের উলের সোয়েটার বের হবে না, তা হয় না। রঙের ক্ষেত্রে কালো ও লাল সব সময় প্রাসঙ্গিক, জিনস আর ডেনিমের ফ্যাশন সব সময়ের, শাড়ি কখনো পুরোনো হয় না। ঠিক তেমনি শীতপোশাকের যতই নতুন নতুন সংগ্রহ আসুক না কেনো, সোয়েটার কখনো ‘আউট অব ট্রেন্ড’ হয় না। যতই জ্যাকেট, শর্ট জ্যাকেট, ব্লেজার সেট, কার্ডিগান, জগার্স, ক্রপ উইন্ডব্রেকার, কোটি, পঞ্চ, লং কোট, হুডি বা চাদর থাকুক না কেন, সোয়েটার, সোয়েটারের জায়গায়! শীত ফ্যাশন অপূর্ণই থেকে যায় সোয়েটার ছাড়া। ফ্যাশনিস্তা বলিউড তারকাদেরও প্রিয় শীতপোশাকের ভেতর উলের সোয়েটার থাকবে একেবারে প্রথম দিকেই। ইতিমধ্যে তাঁরা গায়ে চাপাতে শুরু করেছেন সোয়েটার। ছবিতে দেখে নেওয়া যাক সেগুলো।

কয়েক বছর ধরেই চলছে ওভারসাইজ ফ্যাশনের ট্রেন্ড। সোয়েটারেও লেগেছে সেই ঢেউ। ছবিতে দীপিকা পাড়ুকোন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সোয়েটারের ফ্যাশন পুরোনো হওয়ার নয়। তবে আপনি বোধ হয় তৃপ্তি দিমরির মতো স্টাইলিং করে সোয়েটার পরতে চাইবেন না
উল ও পশমের তৈরি সোয়েটারগুলোরই চল বেশি। ছবিতে দিশা পাটানি
উলের সোয়েটার ছাড়া কি আর শীতকাল হয়? ছবিতে ক্যাটরিনা কাইফ
শীতে উলের সোয়েটারের কি কোনো বিকল্প হয়? ছবিতে ক্যাটরিনা কাইফ
বলিউডের প্রথম সারির তারকারাও নিজেদের ফ্যাশনেবলভাবে উপস্থাপন করতে তুলে নেন উলের সোয়েটার
সোয়েটার মানেই বাহারি রং ও নকশার কারুকাজ। লাল, নীল, সাদা, কালো, ছাই—সবার গায়ে থাকে একরঙা, রংধনুর নানা রং কিংবা মিশ্র রঙের শীতপোশাক। ছবিতে আলিয়া ভাট
ক্যাটরিনা কাইফ উলে বোনা সোয়েটার পরতে খুবই ভালোবাসেন। প্রতি শীতে সোয়েটার পরা ক্যাটরিনার ছবি ভাইরাল হয়ে ওম দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে
ভি নেক, টার্টল নেক, হাই নেক, ক্রু নেক, সামনে খোলা, গোল গলা, ফুলহাতা, খাটো হাতা, ম্যাগিহাতা—শীতজুড়ে সাধারণ মানুষের সঙ্গে বলিউড তারকাদের পরনেও সমানে দেখা যায় এমন নানা কাট ও ডিজাইনের সোয়েটার। ছবিতে দীপিকা পাড়ুকোন
ক্যাজুয়াল কিংবা ফরমাল—যেকোনো পোশাকের সঙ্গেই দারুণভাবে মানিয়ে যায়। ছবিতে কৃতি শ্যানন
প্রতি শীতের ফ্যাশনে সোয়েটারকে উদযাপন করেন কৃতি
নানান রকম স্টাইলিশ সোয়েটারে দেখা দেন কৃতি
আনুশকা শর্মার অন্যতম পছন্দের ফ্যাশন অনুষঙ্গ উলে বোনা সোয়েটার
সোয়েটার খুব অল্প কিছু পোশাকের একটি, যেটি দিবস করে ঘটা করে উদ্‌যাপন করা হয়। প্রতিবছর ৪ ফেব্রুয়ারি উদ্‌যাপন করা হয় আন্তর্জাতিক সোয়েটার দিবস। ছবিতে আনুশকা শর্মা
উলে বোনা সোয়েটার মানে নস্টালজিয়া। ছবিতে রাশমিকা মান্দানা
মনোক্রোম সোয়েটারের ফ্যাশনে এয়ারপোর্ট লুকে দীপিকা পাড়ুকোন
সাধারণ সোয়েটারেই স্টাইলিশ দীপিকা
কেবল বাংলাদেশের তরুণ তরুণীদের বেলায়ই নয়, বলিউড তারকারাও সোয়েটার ছাড়া শীত পার করেন না। ছবিতে আনুশকা শর্মা