দাদি-নানিদের হাতে উলের বল আর দুটি কাঠি নিয়ে বিকেলের অবসর কাটানোই বলে দিত, শীত আসতে আর দেরি নেই। সেসব বিকেল আজ অতীত। তবে এখনো সমানভাবে প্রাসঙ্গিক ফ্যাশনেবল ও চাহিদার তুঙ্গে উলের সোয়েটার। শীত আসবে আর আলমারি থেকে ভাঁজ ভেঙে রংবেরঙের উলের সোয়েটার বের হবে না, তা হয় না। রঙের ক্ষেত্রে কালো ও লাল সব সময় প্রাসঙ্গিক, জিনস আর ডেনিমের ফ্যাশন সব সময়ের, শাড়ি কখনো পুরোনো হয় না। ঠিক তেমনি শীতপোশাকের যতই নতুন নতুন সংগ্রহ আসুক না কেনো, সোয়েটার কখনো ‘আউট অব ট্রেন্ড’ হয় না। যতই জ্যাকেট, শর্ট জ্যাকেট, ব্লেজার সেট, কার্ডিগান, জগার্স, ক্রপ উইন্ডব্রেকার, কোটি, পঞ্চ, লং কোট, হুডি বা চাদর থাকুক না কেন, সোয়েটার, সোয়েটারের জায়গায়! শীত ফ্যাশন অপূর্ণই থেকে যায় সোয়েটার ছাড়া। ফ্যাশনিস্তা বলিউড তারকাদেরও প্রিয় শীতপোশাকের ভেতর উলের সোয়েটার থাকবে একেবারে প্রথম দিকেই। ইতিমধ্যে তাঁরা গায়ে চাপাতে শুরু করেছেন সোয়েটার। ছবিতে দেখে নেওয়া যাক সেগুলো।