বলা হচ্ছে, বিশ্ব অর্থনীতি নিয়ে সম্মেলন জি–২০, ফ্যাশনের সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি মেট গালা, সংগীতের কোয়াচেলা উৎসব আর ভারতীয় ফ্যাশন ম্যাগাজিন ফিল্মফেয়ারের পুরস্কার অনুষ্ঠানের আয়োজন একই সময়ে এক ছাদের নিচে ঘটলে পরিস্থিতি যেমন ঘটার কথা, তেমনই হুলুস্থুল অবস্থা। আম্বানিবাড়ির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বলিউডের বাদশাহ শাহরুখ খান আসরে ঢুকতেই তাঁকে খুশিতে জড়িয়ে ধরলেন নীতা আম্বানি। এদিকে বর অনন্ত আম্বানি একবার সালমান খানের সঙ্গে নাচেন তো একবার রজনীকান্তের সঙ্গে। হলিউড তারকা, রেসলার জন সিনা বরযাত্রী হয়ে শেরওয়ানি পরে করছেন ধুন্ধুমার নাচানাচি। দক্ষিণের অবিসংবাদিত রাজা রজনীকান্ত, বলিউড তারকা রণবীর সিং, সালমান খান আর ক্রিকেটার হার্দিক পান্ডিয়া কখন নাচ থামিয়েছেন, কে জানে! একনজরে দেখে নেওয়া যাক আম্বানিদের বিয়েবাড়ির লালগালিচায় পা রাখা বিভিন্ন অঙ্গনের তারকাদের।
সোনালি ত্রিমাত্রিক মোটিফের জাঁকালো লেহেঙ্গায় দেখা দেন জাহ্নবী। অনেকে বলেছে, জাহ্নবী নাকি তাঁর মা শ্রীদেবীকে মনে করিয়ে দিয়েছেনদিন যতই গড়াচ্ছে, ততই নাকি জাহ্নবীকে শ্রীদেবীর মতো দেখাচ্ছে। জাহ্নবীর এই ফ্যাশন খুবই পছন্দ করেছে ভারতের ফ্যাশনবোদ্ধারাএক ফ্রেমে শাহরুখ ও জন সিনা জ্যাকুলিন ফার্নান্দেজও দেখা দিয়েছেন ঐতিহ্যবাহী ভারতীয় নারীর সাজপোশাকে। তাঁর সোনার গয়না নিয়ে চলছে আলোচনা বিয়েবাড়িতে নেচে যাঁরা মন জয় করেছেন, তাঁদের মধ্যে অন্যতম অনন্যা পান্ডেআলিয়ার এই পশ্চিমা লুকের ব্লাউজের সঙ্গে ভারতীয় ঐতিহ্যবাহী শাড়ির যুগলবন্দী লুক পছন্দ করেছে ভক্তরা পূজা হেগড়ে দেখা দিয়েছেন শর্ষে–হলুদরঙা লেহেঙ্গায়‘চিরসবুজ’ রেখা হাজির হয়েছেন চিরচেনা রূপেএই দেখুন বরপক্ষ। অনন্তর হাত ধরে আছেন শ্লোকা মেহতা ও ইশা আম্বানি। পেছনে দেখা যাচ্ছে আকাশ আম্বানি আর আনন্দ পিরামলকেসাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তাঁর স্ত্রী চেরি ব্লেয়ারও দেখা দেন ভারতীয় পোশাকেদিশা পাটানি দেখা দিয়েছেন লেমন–ইয়েলো রঙের রেডিমেড শাড়িতে‘ম্যাক্সিমালিস্ট’ এই আয়োজনে নয়নতারা দেখা দেন মিনিমালিস্ট সাজপোশাকেসেরা পোশাকে আগত অতিথিদের তালিকায় কৃতি শ্যাননকেও রেখেছেন অনেকেকিম কার্ডাশিয়ানও দেখা দেন ভারতীয় পোশাকে, গাঢ় লাল লেহেঙ্গায় হৃতিক রোশনকে দেখে অনেকেই জিজ্ঞেস করেছেন, প্রেমিকা সাবা আজাদ কোথায়?প্রিয়াঙ্কা নেচেছেন ‘চিকনি চামেলি’ গানেশানায়া কাপুরের চোকার মন কেড়ে নিয়েছে ফ্যাশনবোদ্ধাদেররাশমিকা মান্দানাও দেখা দেন হলুদ লেহেঙ্গা–চোলিতে