‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩’-এর লালগালিচায় আলো ছড়িয়েছেন নৃত্যশিল্পী ইভান সোহাগ। লালগালিচায় পুরুষদের মধ্যে তাঁর বেবি পিঙ্করঙা বার্বিকোর প্যান্ট-স্যুট আলাদা করে নজর কেড়েছিল। পোশাকের রঙ, নকশা, গয়না, মেকআপ থেকে শুরু করে পায়ের হাই হিল-বুট— লালগালিচায় নিজের ফ্যাশন দিয়ে ‘ম্যানলি ড্রেসিং’—এর প্রথাগত সমস্ত ‘ড্রেস কোড’ ভেঙেছেন তিনি। মুক্তার আলোয় জ্বলজ্বল করছিলেন দেশের জনপ্রিয় এই নৃত্যশিল্পী ও নৃত্য নির্দেশক। ছবিতে ছবিতে বিস্তারিত জানা যাক।