ভালোয় ভালোয় ২৩ জুন হয়ে গেল বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়ের পুরো আয়োজন। ইতিমধ্যে ইনস্টাগ্রামে আরও ৫টি ছবি প্রকাশ করেছেন সোনাক্ষী। তবে মন্তব্যের বাকসে ঝুলিয়ে রেখেছেন তালা। ছবিগুলো দেখতে দেখতে জেনে নেওয়া যাক নিজের বিয়ের অনুভূতি নিয়ে কী লিখলেন এই বলিউড তারকা।
সোনাক্ষী লিখেছেন, ‘কী অসাধারণ একটা দিন! ভালোবাসা ছিল। এক আর এক মিলে দুই হওয়া হলো। ছিল বন্ধু, আত্মীয়স্বজন, সহকর্মী আর ভালোবাসার মানুষেরা। উত্তেজনা, উচ্ছ্বাস, উষ্ণতার কোনো কমতি ছিল না।’ সোনাক্ষী আরও লেখেন, ‘বিষয়টা এমন যে দুটি মানুষ প্রেমে পড়ে যা চেয়েছে, প্রার্থনা করেছে, আশা করেছে, পুরো ব্রহ্মাণ্ড তাঁদের সেটা উপহার দিতে এগিয়ে এসেছে, পূর্ণ করেছে।’ সোনাক্ষী জানান, তাঁর বিয়ের ঘটনাটা স্রেফ স্বর্গীয় ব্যাপার!সোনাক্ষী লেখেন, ‘আমরা সত্যিই সৌভাগ্যবান, আশীর্বাদপ্রাপ্ত। ভালোবাসা আমাদের ঘিরে থাকুক।’ সোনাক্ষী সিনহা ও জীবনসঙ্গী জহির ইকবাল