এই মুহূর্তে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সোনাক্ষী সিনহার বিয়ের আয়োজনের ছোট ছোট ভিডিও। কোন তারকা কী পোশাক পরেছেন, তা নিয়ে ভক্তরা তাঁদের মতামত জানাচ্ছেন। এর মধ্যেই জানা গেল, কনে সোনাক্ষী সিনহার সংবর্ধনার শাড়ি, একই আয়োজনে কাজলের শাড়ি আর অদিতি রাও হায়দারির গারারার দাম। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক।