সোনাক্ষী, কাজল, অদিতির পোশাকের দাম মাত্র...

এই মুহূর্তে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সোনাক্ষী সিনহার বিয়ের আয়োজনের ছোট ছোট ভিডিও। কোন তারকা কী পোশাক পরেছেন, তা নিয়ে ভক্তরা তাঁদের মতামত জানাচ্ছেন। এর মধ্যেই জানা গেল, কনে সোনাক্ষী সিনহার সংবর্ধনার শাড়ি, একই আয়োজনে কাজলের শাড়ি আর অদিতি রাও হায়দারির গারারার দাম। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক।

সংবর্ধনা অনুষ্ঠানে সোনাক্ষী সিনহা যে লাল বেনারসিতে দেখা দেন, সেটি তিনি নিয়েছেন ভারতীয় ফ্যাশন ব্র্যান্ড ‘র ম্যাঙ্গো’থেকে। র ম্যাঙ্গো শাড়ির জন্য জনপ্রিয়। প্রায় সব বলিউড তারকার পরনেই দেখা গেছে র ম্যাঙ্গোর শাড়ি। ভারতের রাজস্থানের মোবারকপুর গ্রাম থেকে উঠে আসা সঞ্জয় গার্গ এই ফ্যাশন ব্র্যান্ডের উদ্যোক্তা। এই ব্র্যান্ডের পোশাকে উঠে এসেছে রাজস্থানের ঐতিহ্যবাহী সব মোটিফ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সোনাক্ষীর লাল বেনারসি সিল্ক শাড়িটির দাম ৭৯ হাজার ৮০০ রুপি মাত্র। সোনাক্ষী চাইলে আরও অনেক দামি কাস্টম মেড পোশাক পরতে পারতেন। বলিউড তারকারা তো এমনিতেই লাখ টাকার টি-শার্ট, প্যান্ট, জুতা পরেন। বলিউডের নায়িকাদের খুব কম ব্যাগের দামই লাখের নিচে! বিয়ের উৎসবে বলিউড তারকাদের পোশাকের দাম আট অঙ্কও ছুঁয়ে যায়। অনেকেই বিয়েতে কোটি টাকার পেশাক পরেছেন। সেখানে সোনাক্ষীর এই শাড়ির দাম এক লাখও ছাড়ায়নি। বলতে হবে, নামমাত্র দামের শাড়িতেই হয়েছে সোনাক্ষীর সংবর্ধনা।
লাল এই বেনারসির সঙ্গে সোনাক্ষী যে কাস্টম মেড চোকারটি পরেছেন, সেটি নেওয়া হয়েছে বলিউডের প্রযোজক ও পরিচালক করণ জোহরের জুয়েলারি ব্র্যান্ড তিয়ানি থেকে
বলিউড তারকা অদিতি রাও হায়দারি যে কালো-সোনালি প্রিন্টের জমকালো গারারাটি পরেছেন, সেটি নেওয়া হয়েছে ‘প্রিন্টস বাই রাধিকা’ থেকে
কাস্টম মেড গারারাটির দাম ১ লাখ ১৫ হাজার রুপি
আরেক বলিউড তারকা কাজল যে শাড়ি পরেছেন, সেটি নেওয়া হয়েছে শিবান অ্যান্ড নরেশ থেকে
এই শাড়ির দাম মাত্র ৭৫ হাজার ৯০০ রুপি
‘হীরামান্ডি’ সিরিজের সহ–অভিনেত্রী সানজিদা শেখের শাড়িটি নেওয়া হয়েছে ফ্যাশন ব্র্যান্ড কালকি থেকে
শাড়িটির দাম মাত্র ২৫ হাজার ৬৪৯ রুপি
রিচা চাড্ডার কালো কুর্তা সেটটা নেওয়া হয়েছে ইশা অরোরা থেকে। এর দাম ৬২ হাজার রুপি