মহামারির সময়ে ডেটিং অ্যাপের মাধ্যমে শুরু হয়েছিল প্রেম। যুক্তরাষ্ট্রে প্রথম দেখা। ইন্দোনেশিয়ার বালিতে বাগ্দান হয়েছে। থাইল্যান্ডে সেরেছেন ব্যাচেলর পার্টি। প্রাক্–বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে আজ মুম্বাইয়ের বোম্বে ক্লাবে অনুষ্ঠিত হতে চলেছে বিয়ের আয়োজন। কনে আর কেউ নন, বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কশ্যপের একমাত্র মেয়ে আলিয়া কশ্যপ। বর মার্কিন উদ্যোক্তা শেন গ্রেগোয়া। মেহেদি আর সংগীতের ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত