মার্কিন সুপারমডেল বেলা হাদিদকে বলা হয় এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে নিখুঁত সুন্দরী। গ্রিক গণিতবিদ্যার ‘সৌন্দর্যের স্বর্ণ মান’–এ ৯৪ দশমিক ৩৫ শতাংশ নম্বর পেয়ে সবচেয়ে নিখুঁত মুখশ্রীর অধিকারী হয়েছেন ২৭ বছর বয়সী এই মার্কিন সুপারমডেল। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের শেষ দিন ২৫ মে ফিলিস্তিনি স্কার্ফ কেফিয়াহ দিয়ে তৈরি একটি পোশাকে দেখা দেন বেলা। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।
কান চলচ্চিত্র উৎসবে কয়েক বছর ধরে নিয়মিত পা রাখছেন ফ্যাশন আইকন বেলা হাদিদ। আর উৎসব শেষ হয়ে যাওয়ার পরও আলোচনায় থাকে তাঁর ফ্যাশন স্টেটমেন্ট। এ বছরও হতাশ করলেন না। তবে আলাদা করে আলোচনা তৈরি করলেন ফ্যাশনের ভেতর দিয়ে ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থন জানিয়েবরাবরই বেলা ফিলিস্তিনের পক্ষে নিজের শক্ত অবস্থান জানান দিয়ে আসছেন। এবার ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতীক লাল কেফিয়াহ দিয়ে বানানো পোশাকে নজর কেড়েছেন তিনিস্বাধীনতাকামী ফিলিস্তিনিদের দূত হয়ে যেন ফ্রান্সের কান সৈকত থেকে দ্যুতি ছড়ালেন বেলা! তাঁকে দেখা গেছে এই পোশাকে ভূমধ্যসাগরপাড়ে খোশ মেজাজে আইসক্রিম খেতে। ককটেল ড্রেসের মতো স্লিভলেস পোশাকটির কাট, নিচের ফ্রিল, সুতার ট্যাসেল এনেছে বোহো লুকএই পোশাকে একটি প্ল্যাকার্ড হাতে ইনস্টাগ্রামে শেয়ার করে বেলা হাদিদ লিখেছেন, ‘ইটস ফ্রি প্যালেস্টাইন, টিল প্যালেস্টাইন ইজ ফ্রি’সুপারমডেল বেলা হাদিদ ও জিজি হাদিদের বাবা মোহামেদ হাদিদ ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন প্ল্যাটফর্মে ফিলিস্তিনের পক্ষে সরব বেলা। আবার ফিলিস্তিনের গাজায় অবরুদ্ধ মানুষদের জন্য নিয়মিত মোটা অঙ্কের অনুদানও পাঠানকানের লালগালিচায় কালো রঙের লেস আর চুমকি দিয়ে বানানো ককটেল ড্রেসে হেঁটেছেন বেলা। সঙ্গে ভারতীয় নারীদের মতো বহন করেছেন মনোক্রমিক কালো ওড়নাএকাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় চলমান ঘটনায় শোক প্রকাশ করতেই কালো রংটি গায়ে তুলে নিয়েছেন বেলাকানের লালগালিচায় কালোয় ঝলমলে বেলা