শিশুদের শীতপোশাকে যে ট্রেন্ড চলছে এবার

সাতসকালে আর সন্ধ্যার পর হিম ভাব পাওয়া যাচ্ছে। রেস্তোরাঁয় গেলে এসিতেও এখন ঠান্ডা লাগে, সঙ্গে হালকা শীতপোশাক থাকলে আরামই লাগে, বিশেষ করে শিশুদের জন্য। তবে পোশাকের ভারে বাচ্চাদের জবুথবু করে ফেলা যাবে না।

বরং এ সময়ের পোশাক হোক এমন, যেন সেটাকেই হালকা শীতের স্মার্ট পোশাক হিসেবে চালিয়ে দেওয়া যায়।

মডেল: নৃ, পোশাক: ক্লাব হাউস

কো-অর্ড স্টাইলের পোশাকটি এ সময়ের জন্য আদর্শ। হাতাকাটা হলেও পোশাকের উপকরণটি কিছুটা ভারী। জ্যাকার্ডের কাপড়ের সঙ্গে রাফেলসের নকশা নিয়ে এসেছে ভিন্নতা।

মডেল: নৃ, পোশাক: ক্লাব হাউস

পাতলা জ্যাকেটটি এ সময়ের আবহাওয়ার জন্য আদর্শ। পরার পর গরম লাগবে না, আবার শীতও করবে না।

মডেল: নৃ ও আয়রা, পোশাক: ক্লাব হাউস ও সেইলর

উল দিয়ে বানানো হুডি ড্রেস। উজ্জ্বল রং পছন্দ করবে বাচ্চারা। মাথা ঢাকা থাকায় ঠান্ডায় আরামও পাবে। ফ্রক স্টাইলের ড্রেস। কডের কাপড় দিয়ে বানানো। হালকা শীতের উপযোগী। হাতার শুরুতে রাফেলসের মতো নকশা নজর কাড়ে।

মডেল: আয়রা, পোশাক: ক্লাব হাউস

এটাও কো-অর্ড স্টাইলে করা। নিট কাপড়ের তৈরি টপ আর প্যান্ট, নিচে সাদা রঙের আলাদা ট্যাংকটপ। পুরো হাতা হওয়ায় এ সময়ে পরে আরাম পাবে বাচ্চারা।