ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় গড়লেন আরেক ইতিহাস। এর আগে কোনো ভারতীয় ডিজাইনার যেটা করে দেখাতে পারেননি, সেটাই সম্ভব করেছেন এই বাঙালি ডিজাইনার। প্রথম ভারতীয় ডিজাইনার হিসেবে হাঁটলেন মেট গালার এবারের আসরে। সেই সঙ্গে তাঁর নকশা করা পোশাকে আরেক ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট যেন বনবিবি হয়ে দ্যুতি ছড়ালেন মেট গালার আসরে।