ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় গড়লেন আরেক ইতিহাস। এর আগে কোনো ভারতীয় ডিজাইনার যেটা করে দেখাতে পারেননি, সেটাই সম্ভব করেছেন এই বাঙালি ডিজাইনার। প্রথম ভারতীয় ডিজাইনার হিসেবে হাঁটলেন মেট গালার এবারের আসরে। সেই সঙ্গে তাঁর নকশা করা পোশাকে আরেক ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট যেন বনবিবি হয়ে দ্যুতি ছড়ালেন মেট গালার আসরে।
মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছেলে সব্যসাচী ১৫ বছর বয়সেই সিদ্ধান্ত নেন ডিজাইনার হবেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (এনআইএফটি) পড়ার জন্য নিজের সব বই বিক্রি করে দিয়েছিলেনওয়েটার হিসেবেও কাজ করেছেন। বোনের কাছ থেকে ২০ হাজার রুপি ধার করে নিজের স্বপ্নের পথে পা বাড়ান সব্যসাচী। শুরু করেন ব্যবসা। ২০০২ সালে ইন্ডিয়ান ফ্যাশন উইকে নিজের সংগ্রহ তুলে ধরেন সব্যসাচী। আর প্রথম সুযোগেই বাজিমাত করেন। কলকাতার ছেলে সব্যসাচী হয়ে উঠতে শুরু করেন গোটা ভারতের গর্ববলিউড তারকাদের কল্যাণে সব্যসাচী নিজেকে আরও মেলে ধরার সুযোগ পান। অনেক বছর ধরে বলিউডের বিয়ে আর সব্যসাচীর পোশাক যেন সমার্থক হয়ে গেছেকলকাতার পর মুম্বাই, দিল্লিতে শাখা ছড়ান সব্যসাচী। এখন তো খোদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও নিজের স্টোর করেছেন এই ডিজাইনারসর্বশেষ গতকাল (বাংলাদেশ সময়) ভোরে নিউইয়র্কের বিখ্যাত আয়োজন মেট গালায় উপস্থিত হলেন প্রথম ভারতীয় ডিজাইনার হিসেবেভারতীয় তারকারা প্রায় নিয়মিত মেট গালার মঞ্চে উপস্থিত হলেও এর আগে ডাক পাননি কোনো ভারতীয় ডিজাইনার। সেই সুযোগ পেয়ে তাই হাতছাড়া করেননি সব্যসাচী মুখোপাধ্যায়পরেছিলেন নিজের নকশা করা ‘সব্যসাচী রিসোর্ট ২০২৪’ সংগ্রহ থেকে শার্ট–প্যান্টের ওপরে লম্বা ডাস্টার কোট। আর তার সঙ্গে গলাভর্তি হীরা, পান্না ও মুক্তার অনেকগুলো গয়না পরেছিলেন লেয়ার করে। এগুলোও সব্যসাচীর নিজের হাই জুয়েলারি সংগ্রহ থেকে নেওয়া। ডিজাইনার নিজের সাজ পূর্ণ করেন টিন্ট সানগ্লাস আর বাদামি লোফার পরে। মেট গালার এবারের আসর বসেছিলো ‘দ্য গার্ডেন অব টাইম’ থিমে