বলিউডের ইতিহাসের অন্যতম সফল অভিনেত্রী ও ফ্যাশন আইকন শ্রীদেবী তাঁর মা। অন্য দিকে বাবা বনি কাপুর নামকরা প্রযোজক। তাই মেয়ে জাহ্নবী কাপুর যে বলিউডের রাস্তায় পা রাখবেন, তা অনুমিতই ছিল। কিন্তু শুরু থেকেই অভিনয়ের জন্য যতটা না প্রশংসা কুড়িয়েছেন, তার চেয়ে বেশি নজর কেড়েছেন ফ্যাশন দিয়ে, আর তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন নিজের ‘বেফাঁস’ মন্তব্যের জন্য। এমনিতেই উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে আর আগ্রহ পাননি। বলিউডে পা রাখার আগে তারকা সন্তান হিসেবে নিয়ম মেনে লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের ওপর একটা কোর্স করে এসেছেন।
সম্প্রতি একের পর এক ফ্যাশনেবল লুকে দেখা দিচ্ছেন তিনি। দেখা দিচ্ছেন মুক্তির অপেক্ষায় থাকা ‘গুড লাক জেরি’ সিনেমার ‘জেরি’ চরিত্রের মতো, থ্রি–পিসে। আবার আধুনিক সব পোশাকেও সামনে আসছেন। সম্প্রতি সিনেমার প্রচারণামূলক অনুষ্ঠানে গিয়ে করা একটি মন্তব্য নিয়ে তিনি সিনেমার চেয়েও বেশি আলোচনায় আছেন। টুইটারে তাঁর মন্তব্য নিয়ে চলছে তুমুল সমালোচনা। ঘটনা হলো, বেশির ভাগ তারকা সন্তানদের মতো জাহ্নবীরও পড়াশোনায় বিশেষ আগ্রহ ছিল না। সঞ্চালকের এক প্রশ্নের উত্তরে জাহ্নবী বলেন, ‘আমি আজও বুঝি না বীজগণিত কী কাজে লাগে! যে কষ্ট করে একেকটা বীজগণিতের সমস্যার সমাধান করেছি, এখন পর্যন্ত জীবনে সেগুলোর কিছুই কাজে লাগেনি। আমার ভালো লাগত সাহিত্য আর ইতিহাস। এগুলো মানুষকে সংস্কৃতিমনা করে তোলে। গণিত কী কাজে লাগে? গণিত মানুষকে বোকা বানায়।’
জাহ্নবীর কথা শুনে হেসে ফেলেন সঞ্চালক। এদিকে এই মন্তব্য নিয়ে চলছে তুমুল সমালোচনা। একজন টুইট করেছেন, ‘জাহ্নবীর আইকিউ মাপতে গিয়ে আর্যভট্ট শূন্য আবিষ্কার করে ফেলেছেন।’ আরেকজন লিখেছেন, ‘আঙুর ফল টক। বলেন যে আমি পারি না।’